রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

ডেঙ্গুতে ঝরলো আরও ১১ প্রাণ

ডেস্ক রিপোর্ট, ডেঙ্গুতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৯৫ জন।

বুধবার সকাল ৮ টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু ছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৫ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮২ জন।

সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭ হাজার ৫৯৯ জন রোগী। তাদের মধ্যে ২ হাজার ১৬২ জন ঢাকায় এবং বাকি ৫ হাজার ৪৩৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.