শনিবার, ১১ মে ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

কনৌজ ব্যানার্জী,আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগ উঠেছে।গত ২১/০৪/২৪ ইং তারিখে জেলা প্রানি সম্পদ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন উপজেলার সদর ইউনিয়নের বিরাট ডেইরি পিজির সভাপতি মিজানুর রহমান।
অভিযোগে বলা হয় ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ উপজেলার ৫ টি ইউনিয়নের ৭ টি পিজি সমিতির প্রতিটিতে প্রশিক্ষণ করানোর কথা থাকলেও ৩ টি পিজিতে কোন প্রশিক্ষণ করানো হয়নি যথাক্রমে ১নং আজমিরীগঞ্জ ইউনিয়নের বিরাট ডেইরি পিজি সহ আরও ২টি ইউনিয়নে প্রশিক্ষণ করানো হয়নি।
ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক দিবস ১১ এর মাসিক ১ (এক) দিনের প্রশিক্ষন নির্ধারিত স্থান বিরাট ডেইরি পিজির স্থানের পরিবর্তে ইউএলও(ULO)এর  প্রানিসম্পদ অফিসে প্রশিক্ষন দেওয়া হয়। পরবর্তী প্রশিক্ষনের সময় পিজি সদস্যরা নির্ধারিত স্থান ব্যতীত,প্রশিক্ষনে অংশগ্রহণে অপারগতা স্বীকার করলে ইউএলও মোস্তাফিজুর রহমান রাগান্বিত হয়ে পিজি সদস্যদের নবাবজাদা ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পিজির সদস্যদের বাতিল করা সহ সব ধরনের সুযোগ সুবিধা না দেওয়ার নির্দেশ দেন। পিজির সদস্যরা পরবর্তীতে কোন সুযোগ সুবিধা  না দেওয়ার নির্দেশ দেন মুস্তাফিজুর রহমান । এমন কি পিজি সদস্যদের বাদ দিয়ে  নন পিজি ৪০ জন সদস্যদের নাম ও মোবাইল নাম্বার নেওয়া হলেও কোন প্রশিক্ষন করানো  হয়নি। বিরাট ডেইরি পিজির উপজেলার সর্বোচ্চ সঞ্চয় ১৫০০০০ এক লক্ষ পঞ্চাশ হাজার  টাকা থাকা সত্বেও বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষন থেকে বঞ্চিত রাখা হয় বিরাট ডেইরি পিজিকে।
এবিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (অতিরিক্ত দায়িত্ব আজমিরীগঞ্জ) ‘র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,অভিযোগটি সত্য নয়,প্রশিক্ষন না করানো প্রসঙ্গে তিনি বলেন,আমার সম্প্রসারন কর্মকর্তা এই মুহূর্তে নেই, সে আসলে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল কাদির ‘ র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ঢাকায় আছি আমি শুনেছি একটি অভিযোগ করা হয়েছে।  আমি হবিগঞ্জ গিয়ে বিষয়টা দেখবো।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.