ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে ক্রীড়া দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে সভা ও র‌্যালী অনুষ্ঠিত Logo শায়েস্তাগঞ্জে মাজারের দর্শনার্থীদের উত্ত্যক্ত না করতে অনুরোধ করায় নিরীহ লোকদের ওপর হামলা Logo নবীগঞ্জে আব্দুল কাইয়ুম হত্যাকান্ডের প্রধান আসামী মোজাহিদ র‌্যাবের হাতে বন্দি Logo ‘৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ Logo মাধবপুরে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ Logo নবীগঞ্জে নেশার টাকার জন্য ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ঘাতক ছেলে Logo আজ তেলিয়াপাড়া দিবস, ১১ সেক্টরে ভাগ হয় মুক্তিযুদ্ধের রণাঙ্গন Logo আমাকে যুদ্ধপরাধ মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল: জামায়াত আমীর Logo সাতছড়ি উদ্যানে পর্যটকের ঢল Logo হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত

তাহিরপুরে ফসল রক্ষার বাঁধ ও পর্যটন স্পষ্ট টাংগুয়ার হাওর পরিশর্দনে-রিজওয়ানা হাসান

শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসল রক্ষার বেড়িবাঁধ ও পর্যটন স্পষ্ট টাংগুয়ার হাওরের জীববৈচিত্র্য পরির্দশন করেন,অন্তবর্তিকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মঙ্গলবার (২৬নভেম্বর) সকাল সাড়ে এগারোটার সময় উপজেলার মাটিয়ান হাওরের সফল রক্ষা বেড়িবাঁধ ও পর্যটন স্পষ্ট টাংগুয়ার হাওর এলাকায়, পরিশর্দন শেষে, উপদেষ্টা বলেন কৃষি পণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কি না, সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে, সেটিও দেখতে হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। আমরা ছাত্র ভাইদের বুঝিয়ে এই সমস্যার সমাধান করতে চাই। আমরা তাদের কঠোর হয়ে দমন করতে চাই না।

তাদের বুঝানোর জন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। পাশাপাশি আপনি আমি সকলের দায়িত্ব তাদের বুঝানো। আমরা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। ছাত্রদের রাস্তা ব্লক করার প্রয়োজন নেই। তারা আমাদের সাথে আলোচনা করতে পারে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারেন।

তাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করতে আলাপ করতে পারেন। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যেও আলাপ আলোচনা করতে পারেন। তাদের শিক্ষকরাও আলাপ করতে পারে।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজকে আমরা দেখতে এসেছি হাওরে যে বাঁধ ভেঙ্গে ফসলের যে ক্ষতি হয়। কোথায় কোথায় বাঁধ ভেঙ্গে ক্ষতি হয়। সে অনুযায়ী কোথায় শক্ত করে বাঁধ দিতে হবে এবং বাঁধ তৈরীর ব্যবস্থা করতে হবে। যাতে হাওর বাসীর কোন ক্ষতি না হয়। এছাড়াও বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সকল অনিয়ম দূর করে যথা সময়ে কাজ শুরু ও শেষ করতে হবে। এছাড়া হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সকলকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, আরেকটি বিষয় টাঙ্গুয়ার হাওরে অনেক পর্যটকনবাহী নৌকা আসে। নৌকার এতো শব্দ, এতো প্লাস্টিক, পলিথিন এগুলোর নিয়ন্ত্রণ কিভাবে করে দেখতে এসেছি। টাঙ্গুয়ার হাওরে টুরিজম চলবে তবে তা নিয়ন্ত্রণে আনতে হবে। কত জন আসবে, কিভাবে আসবে। প্লাস্টিক আনবে কিনা এই বিষয়গুলো নিয়মের ভিতরে আনা হবে।তিনি আরও বলেন, হাওরের জন্য একটা মাস্টার প্লান আছে।

মাস্টার প্লানের বাস্তবতা ও জনমত কেমন আছে সেই বিষয়ে দেখবো ও আলোচনা করবো।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল্লাহ মিয়ান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার, আ ফ ম আনোয়ার হোসেন খান, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম, সহকরী পুলিশ সুপার নাছিম উদ্দিন, তাহিরপুর থানা ওসি দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী, তাহিরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতা রাহুল প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
৪৩ বার পড়া হয়েছে

তাহিরপুরে ফসল রক্ষার বাঁধ ও পর্যটন স্পষ্ট টাংগুয়ার হাওর পরিশর্দনে-রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৫:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসল রক্ষার বেড়িবাঁধ ও পর্যটন স্পষ্ট টাংগুয়ার হাওরের জীববৈচিত্র্য পরির্দশন করেন,অন্তবর্তিকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মঙ্গলবার (২৬নভেম্বর) সকাল সাড়ে এগারোটার সময় উপজেলার মাটিয়ান হাওরের সফল রক্ষা বেড়িবাঁধ ও পর্যটন স্পষ্ট টাংগুয়ার হাওর এলাকায়, পরিশর্দন শেষে, উপদেষ্টা বলেন কৃষি পণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কি না, সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে, সেটিও দেখতে হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। আমরা ছাত্র ভাইদের বুঝিয়ে এই সমস্যার সমাধান করতে চাই। আমরা তাদের কঠোর হয়ে দমন করতে চাই না।

তাদের বুঝানোর জন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। পাশাপাশি আপনি আমি সকলের দায়িত্ব তাদের বুঝানো। আমরা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। ছাত্রদের রাস্তা ব্লক করার প্রয়োজন নেই। তারা আমাদের সাথে আলোচনা করতে পারে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারেন।

তাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করতে আলাপ করতে পারেন। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যেও আলাপ আলোচনা করতে পারেন। তাদের শিক্ষকরাও আলাপ করতে পারে।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজকে আমরা দেখতে এসেছি হাওরে যে বাঁধ ভেঙ্গে ফসলের যে ক্ষতি হয়। কোথায় কোথায় বাঁধ ভেঙ্গে ক্ষতি হয়। সে অনুযায়ী কোথায় শক্ত করে বাঁধ দিতে হবে এবং বাঁধ তৈরীর ব্যবস্থা করতে হবে। যাতে হাওর বাসীর কোন ক্ষতি না হয়। এছাড়াও বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সকল অনিয়ম দূর করে যথা সময়ে কাজ শুরু ও শেষ করতে হবে। এছাড়া হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সকলকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, আরেকটি বিষয় টাঙ্গুয়ার হাওরে অনেক পর্যটকনবাহী নৌকা আসে। নৌকার এতো শব্দ, এতো প্লাস্টিক, পলিথিন এগুলোর নিয়ন্ত্রণ কিভাবে করে দেখতে এসেছি। টাঙ্গুয়ার হাওরে টুরিজম চলবে তবে তা নিয়ন্ত্রণে আনতে হবে। কত জন আসবে, কিভাবে আসবে। প্লাস্টিক আনবে কিনা এই বিষয়গুলো নিয়মের ভিতরে আনা হবে।তিনি আরও বলেন, হাওরের জন্য একটা মাস্টার প্লান আছে।

মাস্টার প্লানের বাস্তবতা ও জনমত কেমন আছে সেই বিষয়ে দেখবো ও আলোচনা করবো।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল্লাহ মিয়ান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার, আ ফ ম আনোয়ার হোসেন খান, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম, সহকরী পুলিশ সুপার নাছিম উদ্দিন, তাহিরপুর থানা ওসি দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী, তাহিরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতা রাহুল প্রমুখ।