মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

” তুমি হারিয়ে যাচ্ছো “

শহীদুল ইসলাম জিতু
চোখের সীমানা ছেড়ে তুমি হারিয়ে যাচ্ছো
দূর থেকে দূরে আরও দূর- বহুদুরে
তুমি হারিয়ে যেতেই হারিয়ে যাচ্ছে
শাহবাগ থেকে  আজিজ সুপারের কোলাহল
টি-এস-সির কাঠগোলাপ
কার্জনের বিষণ্ন লেক
প্রিয়-মুহুর্ত,  সোহরাওয়ার্দী উদ্যান,  শহীদ মিনারের ফুল
দোয়েল চত্বরের মৃৎশিল্পের দোকান সমূহ
সহ ; সব!
আমাদের আবার দেখা হবে
একদিন ঠিক মুখোমুখি হবো
পৃথিবীর কোন এক-প্রান্তে ;
 তুষার পাতে ভিজে যাওয়া অটোয়ার  এক রাস্তায়
কিংবা সাহারা মরুর কোন এক ক্যাকটাস-উদ্যানের পাশে
অথবা ঢাকার ব্যাস্ততম অপরিচিতজনদের মেলায়,
আমাদের দেখা হবে।
আমি চিৎকার দিয়ে পড়বো তোমাকে
তুমি নতুন নতুন শব্দ দিয়ে আমাকে গড়বে
তোমার শরীরে থাকবে বেলফুলের সুবাস
আর আমার শরীরে
অবহেলার ধুলো ; রোদ,  ঘাম
চোখের নিচে সন্ধ্যার দাগ
ময়লা জামা-কাপড়
উৎকট গন্ধ।
তুমি কাঁটা আর ডাল আঁকবে
আমি পাপড়ি দিয়ে গোলাপ গাঁথবো
অতঃপর তুমি পুনরায় হারিয়ে যাবে
আর আমি তোমার চলে যাবার দিকে তাকিয়ে থেকে কাটিয়ে দিবো আস্ত একটা জীবন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.