বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেনের ধাক্কায় রাজধানীতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও রেলস্টেশন থেকে কমলাপুর স্টেশনে আসার পথে তিতাস কম্পিউটার ট্রেনটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, সন্ধ্যা ৫টা ২০ মিনিটে তিতাস কমিউটার ট্রেনটি তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই ক্রেনের ধাক্কা খায়। ক্রেনের ধাক্কায় ট্রেনটির ইঞ্জিন ডিজেবল হয়ে পড়ে। এখন পর্যন্ত ট্রেনটি লাইন থেকে সরানো যায়নি। ক্রেনের আঘাতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে গেছে

মাসুদ সারোয়ার জানান, ইতোমধ্যে রেলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি লাইন থেকে সরানোর পর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.