ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা, উদ্বোধন হলো পুলিশ বক্স Logo বিচার ও সাজা ছাড়াই ৩০ ধরে কারাগারে কনু মিয়া Logo মৌলভীবাজারের বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় দেখা মিললো গ্ৰেনেড Logo নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু Logo নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু Logo নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা Logo নবীগঞ্জে নিহতের ঘটনায় সাংবাদিক সহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা। Logo শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণ, ৪ জনের বিরুদ্ধে মামলা Logo হবিগঞ্জে জেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৫.১৪ শতাংশ, ১০ বছরে চরম বিপর্যয়

দেশ থেকে পালিয়ে যেতে চান বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি কামরুজ্জামান দেশ ছাড়তে স্থানীয় সরকারে আবেদন করেছেন। আবেদনটি সিলেট বিভাগীয় কার্যালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ডিডিএলজি হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

নিরাপদে দেশ ছাড়তে তিনি এ আবেদন করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি সদ্য বিলুপ্ত হওয়া সাবেক সংসদ সদস্য আবু জাহিরের আপন সম্বন্ধী। ইতিমধ্যে তার আপন বোন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে গাঢাকা দিয়েছেন।

স্থানীয়রা জানান, কামরুজ্জামান বশির আ.লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে অবৈধভাবে বিভিন্ন বালুমহাল দখল করে বালু উত্তোলন, টেন্ডারবাজি, স্কুলের সভাপতি পদ, স্ট্যান্ড দখলসহ বিভিন্ন চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন। আবু জাহিরের স্ত্রীর ভাই হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অনিয়ম করেছেন।

তার এক ঘনিষ্ঠ আত্মীয় জানায়, বর্তমান পরিস্থিতিতে তিনি দেশে থাকাটা রিস্ক মনে করে লুকিয়ে ছুটির জন্য আবেদন করেছেন ইউএনও অফিসে। তিনি ছুটি পেলে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারবেন।
সুশীল সমাজের দাবি, এই ক্ষমতাশালী জুলুমকারীরা যদি এভাবে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকে নজর রাখতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

বাহুবল ইউএনও মনজুর আহসান বলেন, আবেদন করেছেন, ছুটি মঞ্জুর করবেন বিভাগীয় কমিশনার মহোদয়। উনার কার্যালয়ে চিঠি পাঠিয়েছি।

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকিকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

চেয়ারম্যান কামরুজ্জামান বশির ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
১২০ বার পড়া হয়েছে

দেশ থেকে পালিয়ে যেতে চান বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান

আপডেট সময় ০৩:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি কামরুজ্জামান দেশ ছাড়তে স্থানীয় সরকারে আবেদন করেছেন। আবেদনটি সিলেট বিভাগীয় কার্যালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ডিডিএলজি হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

নিরাপদে দেশ ছাড়তে তিনি এ আবেদন করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি সদ্য বিলুপ্ত হওয়া সাবেক সংসদ সদস্য আবু জাহিরের আপন সম্বন্ধী। ইতিমধ্যে তার আপন বোন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে গাঢাকা দিয়েছেন।

স্থানীয়রা জানান, কামরুজ্জামান বশির আ.লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে অবৈধভাবে বিভিন্ন বালুমহাল দখল করে বালু উত্তোলন, টেন্ডারবাজি, স্কুলের সভাপতি পদ, স্ট্যান্ড দখলসহ বিভিন্ন চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন। আবু জাহিরের স্ত্রীর ভাই হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অনিয়ম করেছেন।

তার এক ঘনিষ্ঠ আত্মীয় জানায়, বর্তমান পরিস্থিতিতে তিনি দেশে থাকাটা রিস্ক মনে করে লুকিয়ে ছুটির জন্য আবেদন করেছেন ইউএনও অফিসে। তিনি ছুটি পেলে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারবেন।
সুশীল সমাজের দাবি, এই ক্ষমতাশালী জুলুমকারীরা যদি এভাবে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকে নজর রাখতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

বাহুবল ইউএনও মনজুর আহসান বলেন, আবেদন করেছেন, ছুটি মঞ্জুর করবেন বিভাগীয় কমিশনার মহোদয়। উনার কার্যালয়ে চিঠি পাঠিয়েছি।

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকিকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

চেয়ারম্যান কামরুজ্জামান বশির ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।