রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

খবরের শিরোনাম:
লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছেন হবিগঞ্জের সমতা খাতুন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাধিক প্রার্থী সুবিধাজনক অবস্থানে বিএনপির একক প্রার্থী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের অর্থসহায়তা জেলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি আবু জাহির এর অনন্য উদ্যোগ বিদ্যালয়ে টিকটক করার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার লাখাইয়ে নয়ন হত্যার ঘটনায় আটক ৪ নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১-আহত ৫ সাধারণ কৃষকদের দোরগোড়ায় প্রাণোদনার সুফল পৌঁছে দিন-এমপি আবু জাহির মৌলভীবাজারে মসজিদের খতিব’কে মারধর করলেন মোতাওয়াল্লী আজমিরীগঞ্জে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

নবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন ঝড়-বৃষ্টিতে থেমে নেই প্রচার প্রচারনা

সলিল বরণ দাশ, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ দ্বিতীয়  ধাপে হবিগঞ্জের প্রবাসী অঞ্চল হিসেলবে খ্যাত নবীগঞ্জ  উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে প্রতীক নিয়ে হাটে-ঘাটে-মাঠে জমজমাট প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীসহ তাদের সমর্থকরা।

বৈশাখের ঝড়-বৃষ্টি ও যেন তাদেরকে থামাতে পারছে না। প্রার্থীসহ তাদের সমর্থকরা প্রতিদিনই কোথাও না কোথাও চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার। বিশেষত বিকালের দিকে ঝড় অপেক্ষা করেও ভোটারদের দুয়ারে দুয়ারে বেশি যাচ্ছেন প্রার্থীরা।

প্রার্থী ও সমর্থকরা বলছেন, ঝড়-বৃষ্টি তো আছেই। সামনে ঝড় বৃষ্টির আরও বাড়বে। ঝড় বৃষ্টির কথা চিন্তা করে বসে থাকলে প্রচার এগিয়ে নেওয়া যাবে না।

আবার কেউ কেউ বলছেন, এখন বরং ঝড় বৃষ্টির কারণে মানুষ বাড়িঘরে থাকছে। ফলে দিনে-দুপুরে প্রচারে বেরিয়ে সবাইকে বাড়িতে পাওয়া যাচ্ছে। এ কারণে কষ্ট হলেও তারা প্রচার চালিয়ে যাচ্ছেন।

প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। অনেক প্রার্থী আবার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সুযোগ চাইছেন আবারও।

তবে ভোটাররা বলছেন, যারা হাওরবাসীর শিক্ষাদীক্ষা, মাঠঘাট, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও উন্নয়ন কাজ করবেন তাদেরকেই ভোট দেবেন তারা।

এবারের নির্বাচনে নবীগঞ্জ  উপজেলায় ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ০৮ জন, ভাইস চেয়ারম্যান ০৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০২ জন প্রার্থী মাঠে রয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক  ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া)  , জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
একেএম নূরউদ্দিন চৌধুরী বুলবুল (দোয়াত-কলম) ও সুলতান মাহমুদ(মটর সাইকেল)
জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী(আনারস),সাবেক উপজেলা সভাপতি মোঃ ইমদাদুর রহমান মুকুল(এ্যালিকপ্টার),উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান চৌধুরী শেফু(চিৎড়ি)ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আবুল খায়ের(হেলিকপ্টার), কাতার প্রবাসী শেখ মোহাম্মদ কামাল( কাপ-প্লেইট)।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ গতি গোবিন্দ দাশ(মাইক), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল জাহান চৌধুরী(তালা), সাংবাদিক মুরাদ আহমেদ(চশমা),পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হালিম ইয়াছিনী(টিয়া পাখি),ছাত্রলীগ নেতা আলমগীর আহমেদ চৌধুরী সালমান(বৈদ্যুতিক বাল্ব),
কৃষক লীগ নেতা হেলাল চৌধুরী(আইসক্রিম), যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোঃ অনর উদ্দিন জাহিদ(উড়োজাহাজ)  , রুবেল আল মামুন তালুকদার( টিউবওয়েল) ও মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী(বই) মার্কা প্রতিকে নির্বাচনে লড়ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম (হাঁস) এবং আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক  শেখ ছইফা রহমান কাকলি (ফুটবল)।

একটি পৌরসভা ও ১৩টি  ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার সংখ্যা ০২ লক্ষ ৮২ হাজার ৭১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ০১ লক্ষ ৪১ হাজার ৭৩৪ জন,  নারী ভোটার ০১ লক্ষ ৪০ হাজার ৯৮৯ ও হিজড়া ০১ জন। উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১১৬টি।

ভোটের বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক একেএম  নূরউদ্দিন চৌধুরী বুলবুল বলেন, তাই আমার কর্মীরাও প্রখর গরমের মধ্যে প্রচার চালাচ্ছেন। গরমের কথা ভাবলে তো চলবে না।”

তিনি বলেন, নবীগঞ্জ পিছিয়ে পড়া জনপদ। দীর্ঘদিন যাবত শিক্ষা-দীক্ষা ও রাস্তাঘাটসহ নানা কারণে পিছিয়ে আছে উপজেলাটি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে পিছিয়ে পড়া এ জনপদটিকে শিক্ষার প্রতি গুরুত্বারোপ দিয়ে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করতে চাই।”

নবীগঞ্জ  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল জাহান  চৌধুরী বলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে  অবহেলিত নবীগঞ্জ বাসীর উন্নয়নে কাজ করার চেষ্ঠা করেছি। আমার কাছে যারাই এসেছে আমি দলমতের ঊর্ধ্বে গিয়ে কাজ করার চেষ্টা করেছি।

বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে  অবহেলিত নবীগঞ্জ বাসীর উন্নয়নে কাজ করার চেষ্ঠা করেছি।
“আমার এখনও অনেক উন্নয়নমূলক কাজ বাকি আছে। তাই আগামী নির্বাচনে জনগণ আমাকেই বিপুল ভোটে জয়যুক্ত করবে বলে আমি আশাবাদী।”

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, নবীগঞ্জ  উপজেলা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি চলছে । নির্বিঘ্নে ভোট করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সব চেষ্টাই করা হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.