সোমবার, ২০ মে ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছেন হবিগঞ্জের সমতা খাতুন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাধিক প্রার্থী সুবিধাজনক অবস্থানে বিএনপির একক প্রার্থী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের অর্থসহায়তা জেলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি আবু জাহির এর অনন্য উদ্যোগ বিদ্যালয়ে টিকটক করার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার লাখাইয়ে নয়ন হত্যার ঘটনায় আটক ৪ নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১-আহত ৫ সাধারণ কৃষকদের দোরগোড়ায় প্রাণোদনার সুফল পৌঁছে দিন-এমপি আবু জাহির মৌলভীবাজারে মসজিদের খতিব’কে মারধর করলেন মোতাওয়াল্লী আজমিরীগঞ্জে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

বানিয়াচংয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহনের মধ্যে দিয়ে সম্পন্ন উপজেলা নির্বাচন ইকবাল-সুমন- বিউটির জয়।

আকিকুর রহমান রুমন:- হবিগঞ্জের বানিয়াচংয়ে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরো উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্ধারাতে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ডাকা ছিলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে বিভিন্ন ইউনিটের গোয়েন্দা সংস্থার সদস্যগনসহ পুলিশ,বিজিবি,র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যগন কেন্দ্র গুলোতে দায়িত্ব পালন ছাড়াও সার্বক্ষনিক তাদের টহলের মাধ্যমে নজরদারিতে রেখেছেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে সার্বক্ষনিক নজরদারীর মধ্যে দিয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ঐ সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনটি। ৮মে বুধবার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩৫ ওয়ার্ডের ১০৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে। এই উপজেলা পলিষদ নির্বাচনে ২টি পদে মোট ১৫জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীসহ মোট ১৫জন প্রার্থী নির্বাচন করেছেন। উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর চেয়ে ১১হাজার ৫১ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইকবাল হুসেন খান। বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী (মোটরসাইকেল)প্রতীক নিয়ে ৩১ হাজার ৭’শ ৭২ ভোট পেয়ে পরাজয় বরণ করেন। নতুন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান (আনারস) প্রতীক নিয়ে ৪২ হাজার ৮’শ ২৩ ভোট পেয়ে জয় লাভ করেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার(ঘোড়া) প্রতীক নিয়ে ১৪ হাজার ২’শ ২৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান আশরাফ হুসেন খান(চশমা) প্রতিক নিয়ে ২৬ হাজার ২শত ৯২ ভোট পেয়ে জয়লাভ করেন। ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়াম্যান ফারুক আমীন (উড়োজাহাজ) ৬হাজার ৪শত ২০ভোট। আশরাফ হোসেন খান(পালকি) ৪হাজার ৭শত ৪৪ ভোট। এস এম সুরুজ আলী (মাইক) ১০হাজার ১শত ৩৬ ভোট। কৃষ্ণ দেব (টিউবওয়েল) ৮হাজার ৫শত ৯৭ভোট। তাফাজ্জুল হক (বই)৬হাজার ২শত ৩৫ ভোট। প্রিয়তোষ রঞ্জন দেব (বৈদতিক বাল্ব) ৪হাজার ৭শত ৯৯ ভোট। আসিক মিয়া(তালা) ১৪হাজার ৪শত ২৭ ভোট। সৈয়দ নাসিরুল ইমাম (টিয়া পাখি) প্রতিকে ৫হাজার ৮শত ১ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহানারা আক্তার বিউটি (প্রজাপতি) ৪৫৬৮৪ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম মুক্তা রানী দাস (ফুটবল) প্রতিক নিয়ে পেয়েছেন ৩৬৮৩৮ ভোট। এবং শিউলি রানী দাস (কলস)প্রতিক নিয়ে পেয়েছেন ৩৮৪২ ভোট। উপজেলা নির্বাচনে বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৯০৮ জন। উপজেলায় ভোটার সংখ্যা থাকলেও ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিলো কম। এদিকে দায়িত্বে থাকা উপজেলা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো:মাহবুবুর রহমান জানান, একটি কেন্দ্র(১০১) থেকে আমাদের নির্বাচনে দায়িত্ব পালনকারীগন আসার পথে তাদের ব্যবহৃত গাড়িটি নষ্ট হওয়ার কারনে এবং ভাটি এলাকায় হওয়ার কারণে বিলম্ব হচ্ছে। তারা পায়ে হেঁটে রওয়ানা দিয়েছেন। আমরা তাদেরকে আনার জন্য গাড়ি পাঠানোর ব্যবস্হা করেছি। যার কারনে রাত ১২ টার মতো হয়ে গেছে। আশাকরি কিছুক্ষণের ভিতরে তারা এসে পৌঁছে যাবেন। তারপরও তিনি বলেন, আমাদের হাতে যদিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কেন্দ্রের ফলাফল চলে এসেছে। তারা আসার সাথে সাথে ঐ আমরা এই কেন্দ্রের ফলাফল ঘোষণা করবো। তিনি আরও বলেন,যেমনটি চেয়েছিলাম আমরা নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন দিনরাত মাঠে কাজ করে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সুষ্ঠ ভাবে নির্বাচনটি উপহার দিতে পেরেছি। আশাকরি সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনটি উপহার দিতে পেরেছি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.