সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:
ভোটের টাকা বিলি করতে গিয়ে গণপিটুনির শিকার সাবেক চেয়ারম্যান মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : মৌলভীবাজারে আইজিপি লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছেন হবিগঞ্জের সমতা খাতুন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাধিক প্রার্থী সুবিধাজনক অবস্থানে বিএনপির একক প্রার্থী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের অর্থসহায়তা জেলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি আবু জাহির এর অনন্য উদ্যোগ বিদ্যালয়ে টিকটক করার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার লাখাইয়ে নয়ন হত্যার ঘটনায় আটক ৪ নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১-আহত ৫

বানিয়াচং সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত ৫০

আকিকুর রহমান রুমন:- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

সংঘর্ষে নিহতরা হলেন- উপজেলার আগুয়া গ্রামের শুকুর মিয়ার ছেলে সিএনজিচালক কাদির মিয়া (৩৫), একই গ্রামের বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৩৬) ও আলী রাজার ছেলে লিলু মিয়া (৩৭)।

পুলিশ জানায়, আগুয়া বাজারের সিএনজি স্ট্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরে ঐ গ্রামের সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদির মিয়ার সঙ্গে একই গ্রামের সোহেল মেম্বরসহ তার লোকজনের বিরোধ চলে আসছিলো। এরই জেরে দুপুর ১২টার দিকে ম্যানেজার বদির মিয়ার সঙ্গে সিএনজিচালক কাদির মিয়ার কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তে থাকে দুই পক্ষের মধ্যে।

একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষে বল্লম ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই কাদির ও সিরাজ মারা যান। এছাড়াও লিলু মিয়া নামে আরেকজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, সংঘর্ষে নিহতের ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে আগুয়া গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসাইনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।

বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ফের সংঘর্ষসহ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.