ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বাহুবলে কবরস্থানের পাশে জীবিত নবজাতক, শরীর ছিল ইঁদুরে কামড়ানো

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় কবরস্থানের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ইসলামপুর গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কবর স্থান থেকে কান্নার শব্দ শুনতে পান। এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। এ সময় তারা দেখতে পান শিশুটির শরীর ইঁদুরে কামড়ানো। তাৎক্ষণিক তারা শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে যান। পরে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল আওয়াল জানান, উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
১৫ বার পড়া হয়েছে

বাহুবলে কবরস্থানের পাশে জীবিত নবজাতক, শরীর ছিল ইঁদুরে কামড়ানো

আপডেট সময় ১২:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় কবরস্থানের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ইসলামপুর গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কবর স্থান থেকে কান্নার শব্দ শুনতে পান। এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। এ সময় তারা দেখতে পান শিশুটির শরীর ইঁদুরে কামড়ানো। তাৎক্ষণিক তারা শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে যান। পরে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল আওয়াল জানান, উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।