ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যেসব বিভাগে টানা ২ দিন ভারি বৃষ্টি, পাহাড়ধসের শঙ্কা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

কয়েকদিন বিরতি দিয়ে আবারও দেশে বৃষ্টির প্রবণতা বাড়ছে। এ অবস্থায় দেশের পাঁচ বিভাগে টানা দুদিন অতিভারি বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খানের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে- দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয়। ফলে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ধরা হয় ভারি আর ৮৯ মিলিমিটার হলে ধরা হয় অতিভারি।

এদিকে, ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আমঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

আরেক আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা নীদবন্দের সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
৩৮ বার পড়া হয়েছে

যেসব বিভাগে টানা ২ দিন ভারি বৃষ্টি, পাহাড়ধসের শঙ্কা

আপডেট সময় ০৪:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

কয়েকদিন বিরতি দিয়ে আবারও দেশে বৃষ্টির প্রবণতা বাড়ছে। এ অবস্থায় দেশের পাঁচ বিভাগে টানা দুদিন অতিভারি বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খানের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে- দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয়। ফলে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ধরা হয় ভারি আর ৮৯ মিলিমিটার হলে ধরা হয় অতিভারি।

এদিকে, ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আমঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

আরেক আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা নীদবন্দের সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।