বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

লাঙ্গলের মুনিম বাবুকে অর্ধ লক্ষাধিক ভোটে হারিয়ে বিজয়ী হলেন সতন্ত্র প্রার্থী কেয়া

সলিল বরণ দাশ ,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের আওয়ামীলীগের  একমাত্র জোট প্রার্থী জাতীয় পার্টির এম.এ মুনিম চৌধুরী বাবুকে অর্ধ লক্ষাধিক ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন সতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আওয়ামী লীগের সাবেক মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী(ঈগল প্রতীক)নিয়ে ৭৫ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয়পার্টি মনোনীত ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু লাঙ্গল প্রতীক  নিয়ে  ৩০ হাজার ৭ শত ৩ ভোট পেয়েছেন। অপর প্রার্থী ইসলামী ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার),৩১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ প্রার্থীতা প্রত্যাহার করলেও তিনি পেয়েছেন ৩৪৯ ভোট,কৃষক শ্রমিক জনতালীগ প্রার্থী এডভোকেট নুরুল হক গামছা প্রতীক নিয়ে পেয়েছেন ২১৩ ভোট। রবিবার রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাও সহকারী রির্টানিং অফিসার অনুপম দাস অনুপ উপজেলার ১১৬টি কেন্দ্রের ফলাফল আনুষ্টানিক ভাবে ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,সহকারী কমিশনার ভুমি মোঃ শাহিন দেলোয়ার,নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমানসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
উল্লেখ্য এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৪২২জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৮৭৬ জন, মহিলা ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৪৪ জন এবং হিজড়া ২জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৭৭টি। নির্বাচনী এলাকার বাহুবলে রয়েছে ৭টি ইউনিয়ন। ওই উপজেলায় মোট ১লাখ ৫৩ হাজার ৬২২ জন ভোটার রয়েছেন। অপর দিকে, নির্বাচনী এলাকার নবীগঞ্জ উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮০০।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.