শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং

রুবেল আহম্মদ মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হচ্ছে নিয়মিত।আর এর কারণে সুফল ভোগ করছে সাধারণ ভোক্তারা।বাজারে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারছে না অসাধু ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার(৩০মার্চ)সরজমিনে গিয়ে দেখা যায় শহরের পোস্ট অফিস রোড,সেন্ট্রাল রোডসহ বিভিন্ন রোডের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বাজার পরিস্থিতি মনিটরিং করছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন ।ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা যাচাই সহ সব নিজ চোখে মনিটরিং করছেন।পবিত্র রমজান মাসে পেঁয়াজ,রসুন,আদা,সয়াবিন তেল,ছোলা,এসব পণ্যের দাম বাড়েনি,বিক্রি হচ্ছে রমজানের মাসের পূর্বের মূল্যে।এছাড়াও প্রায় প্রত্যেক ব্যবসায়ী তাদের দোকানে মূল্য তালিকা সঠিকভাবে রেখেছেন।এতে করে ব্যবসায়ীদের প্রতি সাধারণ মানুষের ইতিবাচক ধারনা সৃষ্টি হয়েছে।শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং নিয়মিত করার কারনে ভোক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাধারণ ভোক্তারা বলেন, বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার জন্য ধন্যবাধ জানান এবং উপজেলা প্রশাসনের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এর দ্বাবি জানান।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন,বাজার এখন ও স্থিতিশীল রয়েছে।বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং নিয়মিত থাকবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.