শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে নবাগত জেলা প্রশাসকের সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্টিত

রুবেল আহম্মদ মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, সরকারী-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্যব্যক্তি,গণমাধ্যম কর্মী,এবং সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৯ মে) দুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কামালগঞ্জ সার্কেল) শহিদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো.আছকির মিয়া,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ,ইস্পাহানি কোম্পানির জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল সাংবাদিক সমিতির সভাপতি কাওছার ইকবাল, সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমখ।সভায় শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় দ্রুত অপসারণ,শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ,মডেল মসজিদ নির্মাণ, যানজট নিরসন,পৌরসভার আয়তন বর্ধিতকরনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.