মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

খবরের শিরোনাম:
প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের যুবক নিহত বিস্ফোরক মামলায় হবিগঞ্জের যুবদল-ছাত্রদলের ৪ নেতা কারাগারে ৩৪ লাখ শিশুর রাস্তায় ঝুঁকিপূর্ণ বসবাস বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির হবিগঞ্জে দলবল নিয়ে বাড়িঘর ভাঙচুর, ইউপি সদস্যের কারাদণ্ড নবীগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কঠোর ভূমিকা তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের সিলেটে পিকআপ-লেগুনার সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৬ চমক দিয়ে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

রুবেল আহম্মদ মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষ।(২৬ মার্চ)রোববার প্রথম প্রহর থেকে পৌরসভা শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।প্রথমেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান,স্থানীয় সংসদ সদস্যের পক্ষে উপজেলা প্রশাসন,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন,শ্রীমঙ্গল থানা,শ্রীমঙ্গল পৌরসভা,উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,শ্রকিমক লীগ, শ্রীমঙ্গল প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ,সচেতন নগরিক কমিটি টিআইবি,দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকসহ বিভিন্ন রাজনৈতিক অংঙ্গ সংগঠন,সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের লোকজন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে।এছাড়াও উপজেলা মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরন করা হয়।এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ সকল সরকারী, অধাসরকারী, স্বয়ত্বশাসিত, এবং বেসরকারী ভবন ও স্থাপনা সমূহে করা হয়েছে রংবে রংঙের বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়।
অপরদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা। সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে র‌্যালীসহ পৌরসভা শহীদ মিনারে এসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।উপস্থিত ছিলেন,সহ-সম্পাদক সাহিত্য ও প্রকাশনা বিশ্বজিৎ ভট্টাচার্য,সহ-সম্পাদক ক্রীড়া ও সাংষ্কৃতিক মোঃ মামুন আহমেদ,সাবেক সহ সভাপতি মো.কাওছার ইকবাল,সিনিয়র সদস্য মো.আমিরুজ্জামান,কার্যকরী সদস্য সনেট দেব চৌধুরী।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.