শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

হবিগঞ্জে লুণ্ঠিত মালামালসহ দুই ডাকাত গ্রেফতার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক, হবিগঞ্জের বাহুবলে একটি কোম্পানিতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আক্তার হোসেন।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- বাহুবল উপজেলার পুটিজুড়ি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার পুর্ববাগ এলাকার জমসেদ আলীর ছেলে ওসমান গনি (৩৫)।

পুলিশ সুপার আক্তার হোসেন জানান, গত ৯ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলা আব্দাকামাল এলাকায় অবস্থিত একটি প্রজেক্টের নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন ডাকাতরা। পরে প্রজেক্টের ভেতরে থাকা তামা ও তারসহ প্রায় দুই কোটি টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ ঘটনায় বাহুবল থানায় একটি মামলা দায়ের হয়। মামলাটি দায়েরের পর থেকেই মালামাল উদ্ধারের জন্য একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর টিম মাঠে কাজ শুরু করে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তামার তার।

পুলিশ সুপার আরো জানান, অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.