সুনামগঞ্জে সুরমা নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
সুনামগঞ্জের সদর উপজেলার হাজীপাড়া এলাকার সুরমা নদীতে বিজিবির বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) একটি স্টিল বডি নৌকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, প্যান্ট পিস, থ্রি পিস, পায়জামা, মখমল এবং থান কাপড় জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) একটি বিশেষ টহল দল সুরমা নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে স্টিল বডি নৌকাসহ উল্লেখিত মালামাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার। অভিযানে বিজিবি সদস্যদের সঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমান উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জব্দকৃত মালামালের বিষয়ে নিশ্চিত করে জানান, এগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।