ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী Logo সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম-সচিব বর্তমান কমিটির প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব নান্দনিক হয়েছে Logo সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরা চুনারুঘাটে পর্যটনের বিপুল সম্ভাবনা, অভাব পরিকল্পনার Logo দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে হবিগঞ্জের নদ-নদী Logo শায়েস্তাগঞ্জ অলিপুর পুলিশ ক্যাম্প চালু হওয়ায় শিল্প এলাকার বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা Logo নবীগঞ্জে টমটম-সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত Logo পর্যটন শিল্পে সম্ভবনাময় উপজেলা চুনারুঘাট Logo বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্ত করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না- জি কে গউছ Logo মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জে মামলার জেরে দুই পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ

৫ মিনিটে জটিল অঙ্কের সমাধান করবে গুগলের উইলো

তথ্য-প্রযুক্তি ডেস্ক

নেটদুনিয়ার আরো একটা বড় লাফ দিলো গুগল। সংস্থাটি নেক্সট-জেনারেশন কম্পিউটার চিপ তৈরি করল, যার নাম উইলো। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় গুগলের কোয়ান্টাম ল্যাবে তৈরি হয়েছে এই চিপ। অত্যন্ত জটিল অঙ্ক নিমেষের মধ্যে সমাধান করতে সক্ষম উইলো।

বিষয়টি জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। তিনি লিখেছেন, ‘উইলো- আমাদের নতুন স্টেট-অফ-দি-আর্ট কোয়ান্টাম কম্পিউটিং চিপ’। তিনি জানিয়েছেন, একটি বেঞ্চমার্ক পরীক্ষায় উইলো এমন একটি জটিল অঙ্কের সমাধান ৫ মিনিটের কম সময়ে সমাধান করেছে, যেটা যেকোনো সুপার কম্পিউটার সমাধান করতে যে সময় খরচ করত, সেটা ব্রহ্মাণ্ডের বয়সের থেকেও বেশি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুগলের এই সাফল্য প্রযুক্তির দুনিয়ায় সাড়া ফেলবে। কারণ এর ফলে একধাক্কায় অনেকটা এগিয়ে যাবে প্রযুক্তির ভবিষ্যত। এই চিপ ব্যবহার করে আরো শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানিরা। তবে সেই কম্পিউটার তৈরি করতে এখনবেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটার বা ল্যাপটপের তুলনায় অনেক আলাদা। কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব ধরে কাজ করে এটি। খুব সহজ ভাষায় বললে অতি ক্ষুদ্র কণার আচরণের ওপর ভিত্তি করে কাজ করে এই ধরনের কম্পিউটার। অতি দ্রুত কোনো হিসেব বা সমস্যার সমাধানের কাজে ব্যবহৃত হয় এই প্রযুক্তি।

গুগলের কোয়ান্টাম এআই ল্যাবের নেতৃত্বে রয়েছে হার্টমুট নেভেন। সেই টিমই তৈরি করেছে উইলো। বিবিসি-কে তিনি জানিয়েছেন, বেশ কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য এই চিপ ব্যবহার করা যেতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
১১৮ বার পড়া হয়েছে

৫ মিনিটে জটিল অঙ্কের সমাধান করবে গুগলের উইলো

আপডেট সময় ০৮:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

নেটদুনিয়ার আরো একটা বড় লাফ দিলো গুগল। সংস্থাটি নেক্সট-জেনারেশন কম্পিউটার চিপ তৈরি করল, যার নাম উইলো। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় গুগলের কোয়ান্টাম ল্যাবে তৈরি হয়েছে এই চিপ। অত্যন্ত জটিল অঙ্ক নিমেষের মধ্যে সমাধান করতে সক্ষম উইলো।

বিষয়টি জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। তিনি লিখেছেন, ‘উইলো- আমাদের নতুন স্টেট-অফ-দি-আর্ট কোয়ান্টাম কম্পিউটিং চিপ’। তিনি জানিয়েছেন, একটি বেঞ্চমার্ক পরীক্ষায় উইলো এমন একটি জটিল অঙ্কের সমাধান ৫ মিনিটের কম সময়ে সমাধান করেছে, যেটা যেকোনো সুপার কম্পিউটার সমাধান করতে যে সময় খরচ করত, সেটা ব্রহ্মাণ্ডের বয়সের থেকেও বেশি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুগলের এই সাফল্য প্রযুক্তির দুনিয়ায় সাড়া ফেলবে। কারণ এর ফলে একধাক্কায় অনেকটা এগিয়ে যাবে প্রযুক্তির ভবিষ্যত। এই চিপ ব্যবহার করে আরো শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানিরা। তবে সেই কম্পিউটার তৈরি করতে এখনবেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটার বা ল্যাপটপের তুলনায় অনেক আলাদা। কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব ধরে কাজ করে এটি। খুব সহজ ভাষায় বললে অতি ক্ষুদ্র কণার আচরণের ওপর ভিত্তি করে কাজ করে এই ধরনের কম্পিউটার। অতি দ্রুত কোনো হিসেব বা সমস্যার সমাধানের কাজে ব্যবহৃত হয় এই প্রযুক্তি।

গুগলের কোয়ান্টাম এআই ল্যাবের নেতৃত্বে রয়েছে হার্টমুট নেভেন। সেই টিমই তৈরি করেছে উইলো। বিবিসি-কে তিনি জানিয়েছেন, বেশ কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য এই চিপ ব্যবহার করা যেতে পারে।