আজমিরীগঞ্জে প্রধান সড়কের ব্যাহাল অবস্থা ভোগান্তি চরমে
হবিগঞ্জের আজমিরীগঞ্জে চলাচলের প্রধান সড়ক শরীফ উদ্দিন সড়কের প্রায় পুরোটাই ভেঙে গর্ত তৈরি হয়েছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় ও দূরপাল্লার যানবাহন। বিশেষ করে ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে আসা রোগীদের। স্কুল কলেজ ও মাদরাসার ছাত্র ছাত্রীরা যাতায়াত করেন ব্যাটারী চালিত ইজিবাইক দিয়ে। প্রায়ই ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। স্থানীয়দের দাবি সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়। সদর ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা লিটন মিয়া বলেন, রাস্তা দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়, প্রায়ই এক্সিডেন্ট হয় আমরা চাই রাস্তাটি দ্রুত মেরামত করা হউক।
সরজমিন গিয়ে দেখা যায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে উপজেলা পরিষদ , হাসপাতাল, এবিসি হাইস্কুল, বিরাট, জলসূখা, নোয়াগর গ্রামের সামন সহ, প্রায় পুরো সড়ক ব্যাবহারের অনুপযোগী । বিভিন্ন জায়গায় সড়কের দুই পাশেই বড় গর্ত সৃষ্টি হয়েছে। জলসূখা সিএনজি ষ্ট্যান্ডের সামনে ও জিংড়ি নামক স্থানে একই ভাবে সড়কের দু পাশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে জেলা শহর হবিগঞ্জ সহ ঢাকা চট্রগ্রাম ও সিলেটগামী বাস চলাচল করে। সড়কের বেশ কয়েকটা জায়গায় এ ধরনের বড় গর্তের কারনে যে কোন সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা। তাছাড়া পুরো সড়কজুরে রয়েছে খানা খন্দ। কোথাও কোথাও দু পাশের মাটি সরে গিয়ে রাস্তা হয়েছে সরু। এতে গাড়ি পাস দিতে ভোগান্তি পোহাতে হয় চালককে। ঝুঁকিতে রয়েছেন যাত্রী ও পথচারী।
এ বিষয়ে জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন দৈনিক হবিগঞ্জ সময় পএিকার প্রতিনিধিকে বলেন ইতিমধ্যে এই সড়কের কাজের টেন্ডার হয়ে গেছে ,এখন মুল্যায়ন চলছে । সিলেট জোন অফিসের বরাত দিয়ে তিনি জানান এই সপ্তাহের মধ্যেই মুল্যায়নটি মন্ত্রনালয়ে পাঠানোর কথা রয়েছে, তারপর ওয়ার্ক অর্ডার পেলেই আমরা কাজে ধরতে পারবো। জাকির হোসেন আরও বলেন জানুয়ারীর মধ্যবর্তী সময়ে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ।