আজমিরীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি স্বপন, সম্পাদক আবু হেনা
উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেলার হাওড়বেষ্টিত আজমিরীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বপন বণিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হেনা।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা পরিষদের হলরুমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে স্বপন বণিক ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ চৌধুরী ৪ ভোট ও আমির হামজা পেয়েছেন ৩ ভোট। এছাড়াও সাধারণ সম্পাদক পদে আবু হেনা ৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান সওদাগর কহিন ৬ ও শরীফ উদ্দিন পেশোয়ার পেয়েছেন ১ ভোট। কোষাধ্যক্ষ পদে সনজিব রায় চক্রবর্তী ১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকে ব্যানার্জি পেয়েছেন ৪ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল ১৬টি।
নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবে সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সহকারী ছিলেন আজমিরীগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা শরীফ চৌধুরী ও খালেদুর রশীদ ঝলক।