শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে নদী ভাঙ্গনে শতাধিক ঘর বাড়ি নদীতে বিলীন

কনৌজ ব্যানার্জী আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের  আজমিরীগঞ্জ উপজেলায়   নদীর  ভাঙ্গনে  সর্বহারা হয়েছে  প্রায় ১০০টি পরিবার নদী  ভাঙ্গন রক্ষার আশার বানী শুনাচ্ছে জন প্রতিনিধিরা তবু্ও হচ্ছে না  নাদী ভাঙ্গন বাধ  ।  সরে জমিনে গিয়ে দেখা যায়  আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর  ইউনিয়নের পিরোজপুর  গ্রামের  পাশ দিয়ে বয়ে  যাওয়া  কালনী নদী।  এই কালনী নদীই  হল পিরোজপুর গ্রামের জন্য  কাল।  বৃষ্টি বাদলের দিন আসলেই  অর্থাৎ জৈষ্ঠ আষাঢ় মাসে  নদীতে  যখন জোয়ার আসে ,তখনি নদীতে  পানির স্রোত বেড়ে যায়। কালনী  নদীর পাড়ে   ব্লক দিয়ে বাঁধ  না থাকায়  নদী ভাঙ্গন সৃষ্টি হয়। যার ফলে গ্রামের মানুষের  ঘরবাড়ি  ভেঙ্গে  নদীতে ভেসে যায়।  গ্রামের  বেশকিছু  লোকজনের সঙ্গে আলোচনা করলে  তাহারা জানায়, নদীর  পাড়ে নদী  ভাঙ্গনের ইটের  তৈরি ব্লকের বাঁধ তৈরি  না করায় প্রতি বছর গ্রামের মানুষ  ঘর বাড়ি  হারিয়ে নিঃশ্ব হচ্ছে  এর মধ্যে গ্রামের১০০টি পরিবারের ঘর বাড়ি  ভেঙ্গে  পড়েছে  নদীতে ।  নদী ভাঙ্গনের ভুক্তভোগী  মোঃ আব্দূল ছামাদ ও শুক্কুর মিয়া জানান , এই বিষয়  নিয়ে  আমাদের  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও উপজেলা  চেয়ারম্যান  অনেক বার বলেছেন  কিছু  একটা  ব্যাবস্থা করবে কিন্তুু আজ পর্যন্ত কিছু  হল না।  মুজিব  বর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার  ঘর বাড়ি  আমারা পাইনি যার ফলে আমরা সর্বহারা অবস্থায় আছি। এই বিষয়ে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুষেনজিৎ  চৌধুরীর সঙ্গে আলোচনা করলে তিনি   জানান,  এই বিষয় নিয়ে আমি উপজেলা সমন্বয় মিটিংয়ে  আলোচনা করার পর উপজেলা চেয়ারম্যান  ও ইউএনও স্যার জেলা  সমন্বয় মিটিংয়ে আলোচনা করেছে। ঊনারা কিছু একটা  করার আশ্বাস দিয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান বলেন,নদী ভাঙ্গনের বিষয়ে অবগত আছি এই বিষয়ে জেলা সমন্বয় মিটিং আলোচনা করা হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি জাানান,নদী ভাঙ্গন আমি নিজে গিয়ে দেখে আসছি, জেলা সমন্বয় মিটিং আলোচনা করা হয়েছেএবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করার পর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা  নিতে আশ্বস্থ করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.