সংবাদ শিরোনাম
বাহুবলে রাস্তার উল্টো দিকে গিয়ে স্কুলছাত্রের প্রাণটাই কেড়ে নিলো বাস
হবিগঞ্জের বাহুবলে ইউনিক পরিবহনের একটি বাসচাপায় সাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউপির তিতারকোণা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলো- তিতারকোণা গ্রামের কবির মিয়ার ছেলে স্কুলছাত্র মো. কামরুল আহমেদ সিজান (১৩)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সিজান সাইকেল নিয়ে মহাসড়কের তিতারকোণায় দাঁড়িয়ে ছিলো। একপর্যায়ে সিলেট থেকে চেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস রাস্তার উল্টো দিকে গিয়ে সিজানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিজান মারা যায়।
সিনিয়র এএসপি (বাহুবল-নবীগঞ্জ সার্কেল) আবুল খয়ের জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আটককৃত চালক ও গাড়িটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
ট্যাগস :

























