ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ৭০টি ইটভাটা বন্ধের আশঙ্কা কর্মহীন হওয়ার শঙ্কায় ৪০ হাজার শ্রমিক Logo হবিগঞ্জে ভিপি নুরুল হক নুর আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে Logo হবিগঞ্জের রশিদপুরে আরো ২৯ বিলিয়ন কিউবিক ফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা Logo শহীদ নূর হোসেন দিবস আজ Logo হবিগঞ্জ-১: রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই Logo হবিগঞ্জের নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Logo ড. ফরিদুর রহমান বদলি, নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Logo মসজিদে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে খুন : অভিযুক্ত আটক Logo ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত: শায়েস্তাগঞ্জে তরুণী গ্রেপ্তার Logo ৭ই নভেম্বর ও একজন দেশ প্রেমিক জিয়াউর রহমান

স্বস্তি নিয়েই লাঞ্চে বাংলাদেশ, অপেক্ষা জয়ের

স্পোর্টস ডেস্ক

শঙ্কা ছিল খেলা শুরু নিয়ে। বৃষ্টির আভাস ছিল শুরু থেকে। তবে রাতেই পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজা জানিয়েছিলেন, পুরো দিন খেলা চলার মতো আবহাওয়া থাকবে রাওয়ালপিন্ডিতে। শেষ পর্যন্ত ঘটলোও তাই। সূর্যের আলোর নিচেই শুরু হলো পাকিস্তানের বিপক্ষে টেস্টের ৫ম দিন। আর তাতে প্রথম সেশনে বাংলাদেশের মুখে স্বস্তির হাসি।

লাঞ্চের আগে বাংলাদেশের স্কোরবোর্ডে ১২২ রান। হারিয়েছে দুই উইকেট। জয়ের জন্য দরকার আর ৬৩ রান। জাকির হোসেন এবং সাদমান ইসলাম ফিরে গেলেও তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের ৪২ রানের জুটিতে টাইগাররা দেখছে জয়ের স্বপ্ন। নিজেদের ইতিহাসে চতুর্থবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের সামনে আপাতত খুব কঠিন কিছু অপেক্ষা করছে না।

দলীয় ৫৮ রানে জাকির আর ৭০ রানে ফেরেন আরেক ওপেনার সাদমান। দুই ওপেনার মিলে ১০ ওভারে রান তুলেছেন পার করেছেন ৫০ এর মার্ক। এরপরেই অবশ্য বিপত্তি। মির হামজার বলে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। গুড লেংথে পড়ে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া বলটিতে লাইন মিস করেন জাকির। তাতে ভেঙেছে বাংলাদেশের ৫৮ রানের ওপেনিং জুটি।

ক্রিজে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন। সাদমান এবং শান্ত দুজনেই খেলছেন ধীরগতিতে। যদিও এরমাঝে একবার জীবন পেয়েছেন সাদমান। স্লিপে ক্যাচ দিলেও ফসকেছে তা। কিন্তু কুড়িয়ে পাওয়া জীবন কাজে লাগাতে পারলেন না তিনি। মিডঅফে আলতো শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন শান মাসুদের হাতে। খুররাম পেয়েছেন নিজের প্রথম উইকেট।

এরপরেই শান্ত এবং মুমিনুলের ধীরস্থির এক জুটি। ভেজা আউটফিল্ডের কারণে শুরুতে খানিক কষ্ট হলেও শেষ পর্যন্ত ঠিকই নিজেদের খুঁজে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও বর্তমান অধিনায়ক। দুজন মিলে পার করেছেন ১৬ ওভার। তাতে ধীরগতিতে ৪২ রান করলেও দলকে বিপদে ফেলেননি কেউই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
১১২ বার পড়া হয়েছে

স্বস্তি নিয়েই লাঞ্চে বাংলাদেশ, অপেক্ষা জয়ের

আপডেট সময় ০১:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

শঙ্কা ছিল খেলা শুরু নিয়ে। বৃষ্টির আভাস ছিল শুরু থেকে। তবে রাতেই পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজা জানিয়েছিলেন, পুরো দিন খেলা চলার মতো আবহাওয়া থাকবে রাওয়ালপিন্ডিতে। শেষ পর্যন্ত ঘটলোও তাই। সূর্যের আলোর নিচেই শুরু হলো পাকিস্তানের বিপক্ষে টেস্টের ৫ম দিন। আর তাতে প্রথম সেশনে বাংলাদেশের মুখে স্বস্তির হাসি।

লাঞ্চের আগে বাংলাদেশের স্কোরবোর্ডে ১২২ রান। হারিয়েছে দুই উইকেট। জয়ের জন্য দরকার আর ৬৩ রান। জাকির হোসেন এবং সাদমান ইসলাম ফিরে গেলেও তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের ৪২ রানের জুটিতে টাইগাররা দেখছে জয়ের স্বপ্ন। নিজেদের ইতিহাসে চতুর্থবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের সামনে আপাতত খুব কঠিন কিছু অপেক্ষা করছে না।

দলীয় ৫৮ রানে জাকির আর ৭০ রানে ফেরেন আরেক ওপেনার সাদমান। দুই ওপেনার মিলে ১০ ওভারে রান তুলেছেন পার করেছেন ৫০ এর মার্ক। এরপরেই অবশ্য বিপত্তি। মির হামজার বলে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। গুড লেংথে পড়ে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া বলটিতে লাইন মিস করেন জাকির। তাতে ভেঙেছে বাংলাদেশের ৫৮ রানের ওপেনিং জুটি।

ক্রিজে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন। সাদমান এবং শান্ত দুজনেই খেলছেন ধীরগতিতে। যদিও এরমাঝে একবার জীবন পেয়েছেন সাদমান। স্লিপে ক্যাচ দিলেও ফসকেছে তা। কিন্তু কুড়িয়ে পাওয়া জীবন কাজে লাগাতে পারলেন না তিনি। মিডঅফে আলতো শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন শান মাসুদের হাতে। খুররাম পেয়েছেন নিজের প্রথম উইকেট।

এরপরেই শান্ত এবং মুমিনুলের ধীরস্থির এক জুটি। ভেজা আউটফিল্ডের কারণে শুরুতে খানিক কষ্ট হলেও শেষ পর্যন্ত ঠিকই নিজেদের খুঁজে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও বর্তমান অধিনায়ক। দুজন মিলে পার করেছেন ১৬ ওভার। তাতে ধীরগতিতে ৪২ রান করলেও দলকে বিপদে ফেলেননি কেউই।