শনিবার, ০৪ মে ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

অমিমাংসিত হৃদ্যতা

ইভা আলমাস
প্রান্তরের দিক থেকে ফোঁটা ফোঁটা জ্যোৎস্না
হরণ করেছিলো আমার হৃদয়
সোঁদা চুলের নরম গন্ধে তারারা ঘুমিয়েছিলো দু’চোখের বিছানায়,
তোমাকে বলিনি সেসব কথা
বললে যদি আমার অভিমান
তোমায় আচ্ছন্ন করে,
বলিনি প্রতীক্ষা কী করে আস্তে আস্তে
নির্জীব করে দেয় চঞ্চল মন
কী করে দু’ঠোঁটের কম্পনে নেমে আসে রাতের নিস্তব্ধতা,
বলতে পারিনি তৃষ্ণা জড়িয়ে থাকার অস্বস্তি নাভিমূলের পরতে পরতে।
তোমাকে কখনোই চিঠি লিখবোনা
খামের ভাঁজে ভাঁজে আমার ছাই রঙা স্বপ্ন।
প্রকৃতির চত্বরে বিছিয়ে দিতে ইচ্ছে করে
কুসুম কুসুম প্রেম
তাতে হয়তোবা তোমার ওমে সতেজ হতে পারতো ওরা
কিন্তু না তাও করবোনা।
উদবাস্তু উদ্বেগ শেষ বিকেলের রক্তিমে যতটুকু ইচ্ছে আবেগ ঝরাক
ওরা ঋণী হোক তোমার উদাসীনতায়
দু’ঠোঁটের মিলনে থাক তোমার স্তুতি
শত নীরবতা নত হোক তোমার আঙিনায়,
আমি শুধু নিঃশব্দে ছুঁয়ে যাবো
দক্ষিণের বুক ভাঙা বাতাস।
অবশেষে হারিয়ে যাবো দিগন্তের ওপারে।
রাত্রিনামা সৈকতের মিহি বালুতে পুঁতে রাখবো উচ্ছল বসন্ত
মধ্যরাতের আচানক ঢেউয়ে
হয়তো তুমি দেখতে পাবে আমার পরাজয়ের অতল জলরাশি
ওরা আছড়ে পড়বে বেলাভূমে
তবুও বলবেনা ‘ভালোবাসি’।
একদিন তুমি জানবেই সে কথা,
দূরদর্শী হৃদয় ও চিবুকে বারবার কেঁপে উঠবে পরাভূত কারো অনন্ত বেদনা।
আমায় নেবার জন্য উদগ্রীব হবে
ভ্রমরের ফুলের রেণু নেবার মতো করেই আমাকে নিতে চাইবে তোমার গভীরে,
আমিও নতজানু হয়ে তোমার কালস্রোতে ভেসে যাবো
ভেসে যাওয়া প্রেমকে জড়াবো অসাড় চুম্বনে
এক অমিমাংসিত হৃদ্যতার দহনে পুড়বে তুমি…

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.