শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ফসলরক্ষা বাঁধগুলো কঠোর নজরদারিতে রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ  দেশে কৃষি শ্রমিকের সংকটের কারণে প্রায় প্রতি মৌসুমেই ধান কাটা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে এলাকার কৃষকদের। শ্রমিক সংকটের কারণে ধান কাটার উপযোগী হওয়া স্বত্বেও কৃষকরা যথাসময়ে গোলায় তুলতে পারেন না। ফলে অনেক সময় কৃষকদের সমূহ ক্ষতির সম্মুখীন হতে হয়। তবে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষক এ ধরণের বিড়ম্বনা থেকে রক্ষা পেয়েছে। আধুনিক প্রযুক্তির কল্যাণে ধান ও গম কাটা ও মাড়াইয়ের অত্যাধুনিক যন্ত্র কম্বাইন হার্ভেস্টার চলে এসেছে, কৃষকদের
দোড়গোড়ায়। এ যন্ত্রের সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি একই সাথে করা সম্ভব হচ্ছে।
ফলে কৃষকের উৎপাদন খরচ ৬০ থেকে ৭০ শতাংশ কমে আসছে। গতকাল শনিবার দুপুর ১২টায় আজমিরীগঞ্জ উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৭০ শতাংশ ভূর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন।
উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ বনি আমিন খাঁনঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, সদর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুল, শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, জেলা পরিষদ সদস্য নজমুল হাসান, উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খাঁন বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন কমছে কৃষিজমির পরিমাণ। তাই উৎপাদন খরচ কমিয়ে কৃষিজমিতে অধিক ফলনের জন্য উন্নত প্রযুুক্তির ব্যবহার করা প্রয়োজন। এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের পাশাপাশি কৃষক লাভবান হবে। তাই ধান কাটা ও মাড়াইয়ে আধুনিক যন্ত্র ব্যবহার করলে কৃষকদের দুর্ভোগে পোহাতে হবে না। এহেন দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকার কৃষকদের মাঝে ৭০% ভুুর্তকি দিয়ে কম্বান হার্ভেস্টার মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরেও উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় বোরো মৌসুমে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের’ আওতায় মোট ১৩টি মেশিন বরাদ্দ দেয়া হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.