শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:২২ অপরাহ্ন

খবরের শিরোনাম:

উপজেলা নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ: হবিগঞ্জের জেলা প্রশাসক

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা বলেছেন, ‘উপজেলা নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ। কেউ নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না। নির্বাচনে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্টাইকিং ফোর্স থাকবে। কোন প্রকার প্রভাব বিস্তার করার চেষ্টা করলে সে যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

সোমবার বিকাল ৪টায় বানিয়াচং বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হবেন না। দাঙ্গা-হাঙ্গামার কুফল ভয়াবহ হয়। আর নির্বাচনে পরাজিত হলে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন দেওয়ার সংস্কৃতির নজির সৃষ্টি করুন।‘

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে ও ভানু চন্দ্র চন্দের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বলেছেন, ‘কোন ধরণের গুজবে কান দিবেন না। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। সরকার চাচ্ছে শতভাগ ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন। সে আলোকেই আমরা প্রস্তুতি নিচ্ছি।‘

এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ নির্বাচন সংক্রান্ত বিভিন বিষয়ে প্রশ্ন করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ চন্দ্র দে, সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, পরিদর্শক (তদন্ত) মোঃ আবু হানিফ, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও সাংবাদিক শেখ নুরুল ইসলাম প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.