শনিবার, ০৪ মে ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

” করোনার ভয়াল গ্রাস শেষে “

গোলাম কবির
করোনার ভয়াল গ্রাস শেষে হয়তো
আবার ভোর হবে নতুন পৃথিবীর,
হয়তো কোনো এক আগুন রাঙা সন্ধ্যায়
জানালার পাশে দাঁড়িয়ে থেকে অবাক বিষ্ময়ে
নাম না জানা পরিযায়ী পাখিদের
উড়ে যাওয়া দেখে
ঘর বাঁধার স্বপ্নে বিভোর হবে
নতুন কোনো এক প্রেমিক যুবক ।
আজকের এই দিনের মতো বুকের ভেতর
জেগে উঠবে হাজার বছরের পুরনো নদীর কঙ্কাল, এলোমেলো ঢেউ ভাসিয়ে নিয়ে যাবে
অতৃপ্ত মানুষের দীর্ঘশ্বাস ও শোকের
নোনা জলের প্লাবন।
হারিয়ে যাওয়া মানুষগুলোর স্বজনদের
শোকের দীর্ঘ মিছিল থেমে যাবে,
আবার কোলাহল বেড়ে যাবে সমুদ্র সৈকতে,
বাহারি রঙের ডলফিনগুলো আবার
গভীর সমুদ্রে পাড়ি দেবে বেঁচে থাকার তাড়নায়, রাজপথে আবার দাপটে চলবে যানবাহনগুলো,
থেমে যাওয়া মানুষের জীবন আবার
ব্যস্ততা খুঁজে পাবে, স্কুল-কলেজগুলো
মুখর হবে ছাত্রছাত্রীদের কল কাকলিতে ,
আবার বাউলেরা বাংলার মেঠো পথে
নাঙা পায়ে হেঁটে বেড়াবে
নতুন করে বাঁধা গান গাইতে গাইতে।
আবার সারা পৃথিবী জুড়ে মানুষেরা
খুব কাছে আসবে পরষ্পরের,
গড়ে তুলবে আবার নতুন সমৃদ্ধ পৃথিবী
অতীতের সব ব্যর্থতা ঝেড়ে ফেলে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.