শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

চুনারুঘাটে তিনদিনের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পিং শুরু

চুনারুঘাট প্রতিনিধি,হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় তিন দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পিং শুরু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে ১০নং মিরাশি ইউনিয়ন পরিষদের মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) ই্উকে এর সহ সভাপতি মোক্তাদির কিষাণ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সহকারি অধ্যাপক ডা. মোন্তাকিম সাহিদ।

চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) ই্উকে এর উদ্যোগে ও চুনারুঘাট চক্ষু হাসপাতালের সহযোগিতায় আগামী তিন দিনব্যাপী ফ্রি ক্যাম্পে তিন শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে (ছানি অপারেশন) চিকিৎসা ও ঔষধপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল ২৮ জানুয়ারি আদর্শ উচ্চ বিদ্যালয়, শ্রীকুটা এবং ৪ঠা ফেব্রুয়ারি হাজি মোজাফফর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেয়া হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.