রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে অবৈধভাবে ড্রেসার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন

মোঃ সাগর আহমেদ ,নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি,নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে সরকারি খাল ও ফিশারী মধ্যে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে আলমগীর হোসেন নামের এক ব্যাক্তি। এর ফলে বসতবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ধসে যাচ্ছে এবং হুমকির মুখে পড়ছে পরিবেশ। স্থানীয় প্রযুক্তিতে তৈরি এসব ড্রেজার দিয়ে গ্রামাঞ্চলের হাওরে কৃষি জমি খাল, বিল ও পুকুর থেকে যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ড্রেজার মালিক বানিয়াচুং উপজেলার উজিরপুর গ্রামের আলমগীর হোসেন স্থানীয় কিছুর লোকের হস্তক্ষেপে নিজের অধিক লাভবান এর আশায় এ অবৈধ কাজ করে যাচ্ছেন। স্থানীয়রা সহকারী কমিশনার (ভূমি)কে বিষয়টি জানানোর পরও প্রশাসনের কোনো ভূমিকা নেই দেখে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায় উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে এভাবে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু ও এক্সকেভেটার দিয়ে মাটি উত্তোলনের কাজ চলমান রয়েছে। অবৈধ মেশিন দিয়ে সরকারি জায়গা,পরিত্যক্ত খাল, ডোবা ও পুকুর,ফিশারী থেকে বালু উত্তোলন করছে। সরকারী খাল ও রাইয়াপুর গ্রামের বড় বাড়ীর তোফায়েল আহমেদ এর ফিসারী থেকে সইদুল মিয়া ইতালি প্রাবাসী বিশাল জায়গা ভরাট করতেছে এক ড্রেজার মালিক আলমগীর মিয়া। বিগত ৩/৪ দিন ধরে দিন রাতে সরকারি খাল থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিনে ১ থেকে ২ কিঃ মিঃ দূরত্বে পাইব দিয়ে বালু উত্তোলন করে আসছে আলমগীর হোসেন। এ ব্যপারে আলমগীর হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি অসুস্থ মানুষ ব্যবসা করে জীবিকার্জনের জন্য অবৈধ জেনেও এই কাজ করতেছি। অসুস্থ হলে এমন কাজে এমন কষ্টকর কাজে কিভাবে করেন এমন প্রশ্নে তিনি উত্তেজিত হয়ে এই প্রতিনিধির সাথে খারাপ আচরণ করে বলে অবৈধ কাজ করি তাতে কি যা পর তা কর গিয়ে এখানে উপজেলার মালিক আমার আত্নীয় বলে আমার চুল ও ছিড়তে পারবেনা প্রশাসনের কেউ আর তোমরা তো সাংবাদিক। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, আমি তথ্য পেয়েছি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.