মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:
ফেসবুক পোস্ট কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-৪ নবীগঞ্জে আগুনে পুড়ে ছাই ১টি বসত ঘর অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি সৌদি আরবে মাধবপুরে গৃহকর্মীর বাঁচার আকুতি মাধবপুরে নারী উদ্যোক্তার বেডরুমে উড়ন্ত সাপ, অতঃপর… বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২ উপজেলা নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ: হবিগঞ্জের জেলা প্রশাসক মৌলভীবাজারে ১৫৩ রোহিঙ্গার অবৈধ জন্মনিবন্ধন, ইউপি চেয়ারম্যান বরখাস্ত মৌলভীবাজারে হিট স্টকে দিনমজুরের মৃত্যু জেলা সদর হাসপাতালে কর্মরতদের জনকল্যাণমুখী হওয়ার নির্দেশ-এমপি আবু জাহির ১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান

নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি, এই প্রথম হবিগঞ্জে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের তালিকা লটারির মাধ্যমে নির্ধারণ করা হলো। এনিয়ে কৃষকের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করেছে।কোন রাজনৈতিক বা প্রশাসনিক তদবিরে এবার কাউকে হারভেস্টার মেশিন দেওয়া হয়নি। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ভর্তুকির বরাদ্দকৃত ধান কাটার এসিআই কোম্পানির কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের তালিকা জন সম্মূখে লটারির মাধ্যমে করা হয়েছে। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপস্থিতিতে দুই শতাধিক কৃষরে মধ্যে ২৮  জন কৃষকের নাম লটারির মাধ্যমে বিজয়ী ঘোষনা করা হয়।
বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোতে এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী  ।
এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম কুমার দাশ অনুপ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, নবীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান,ইজাজুর রহমান, শাহরিয়াজ নাদির সুমন,মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, নবীগঞ্জ উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা  ডাঃ সাইফুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, আওয়ামীলী নেতা মৃনাল কান্তি রায়,জাপা নেতা মুরাদ আহমদ , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সল আহমদ, সাংবাদিক শাহ সুলতান আহমদ,সাগর আহমদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলিকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
লটরিতে বিজয়ী কৃষকরা হলেন, পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের পপি বেগম, দীঘলবাকের বোয়ালজোর গ্রামের শিপন মিয়া, ভাকৈর ইউনিয়নের  হলিমপুর গ্রামের বাপ্পু তালূকদার, কালিয়াভাঙ্গা ইউনিয়নের রানীগাও গ্রামের রুমন দাশ,ইনাত গঞ্জ ইউপির করিমপুর গ্রামের সুলতানা বেগম, গজনাই পুর ইউনিয়নের সম্ভু আর্চায্য, আউশকান্দি ইউনিয়নের হাওয়ারুন বেগম, বাউশা ইউনিয়নের রিফাতপুর গ্রামের নোমান আহমদ,ভাকৈর পুর্ব ইউপির রামপুর গ্রামের সিরাজ মিয়া করগাও ইউনিয়নের বুরুংগা গ্রামের জনি রায়, দেবপাড়া ইউপির সদরঘাট গ্রামের তোফাজ্জুল হোসেন, নবীগঞ্জ সদর ইউপির গোজাখাইড় গ্রামের নুরুল আমিন  কুর্শি ইউপির  সুইলপুর গ্রামের আমির হোসেন, নবীগঞ্জ পৌর সভার গন্ধ্যা গ্রামের মঙ্গল মিয়া । দ্বিতীয় দফায় বিজয়ী জগন্নাথ পুর গ্রামের যুবরাজ দাশ, রামপুর গ্রামের সুজন মিয়া, প্রজাতপুর গ্রামের সাকাত আলী, আউশকান্দি গ্রামের সাইদুর রহমান, তাজপু সেলিম আহমদ, চৌশত পুর গ্রামের মোঃ ফুরুক মিয়া, দৌলত পুর গ্রামের দ্বীপেন্দু দাশ গুপ্ত,  দক্ষিন কুর্শা গ্রামের সেলিম আহমদ, রামপুর গ্রামের এবাদুর রহমান, মদনপুর গ্রামের আকিফুর রহমান চৌধুরী প্রমূখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.