ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ফিফার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল

স্পোর্টস ডেস্ক

গত ১৪ সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানে শুরু হয়েছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। দেখতে দেখতে টুর্নামেন্টটি এখন একদম শেষের পর্যায়ে। আগামী রবিবার আসরটির মেগা ফাইনালে লড়বে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

ফাইনালের মাঠেই সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। গতকালের সেই ম্যাচে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে এই টুর্নামেন্টে একবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, গত পরশু ইউক্রেনকে একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ফুটবলের মতো ফুটসালেও ব্রাজিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।

বিশ্বকাপ ফুটবলে কখনো ফাইনালে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এই প্রথম ফিফা ফুটসাল বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দেশ। মুখোমুখি দেখায় আর্জেন্টিনার চেয়ে অবশ্য ব্রাজিল অনেক এগিয়ে। মুখোমুখি হওয়া ৮৩ ম্যাচের মধ্যে ৬৬ ম্যাচেই ব্রাজিলের জয়। এছাড়া আর্জেন্টিনা ৮টি ম্যাচে জিতেছে ও ড্র হয়েছে ৯টি ম্যাচ।

ফুটসালে আর্জেন্টিনা নিজেদের একমাত্র শিরোপা জেতে ২০১৬ সালে। ২০২১ সালের ফুটসাল বিশ্বকাপের ফাইনালও খেলেছে আর্জেন্টিনা। এবার দলটির টানা তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও সবশেষ ২০১২ সালে তারা খেলেছে এই টুর্নামেন্টের ফাইনাল। সেবার স্পেনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নও হয় ব্রাজিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
২৪ বার পড়া হয়েছে

ফিফার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল

আপডেট সময় ০৭:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

গত ১৪ সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানে শুরু হয়েছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। দেখতে দেখতে টুর্নামেন্টটি এখন একদম শেষের পর্যায়ে। আগামী রবিবার আসরটির মেগা ফাইনালে লড়বে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

ফাইনালের মাঠেই সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। গতকালের সেই ম্যাচে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে এই টুর্নামেন্টে একবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, গত পরশু ইউক্রেনকে একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ফুটবলের মতো ফুটসালেও ব্রাজিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।

বিশ্বকাপ ফুটবলে কখনো ফাইনালে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এই প্রথম ফিফা ফুটসাল বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দেশ। মুখোমুখি দেখায় আর্জেন্টিনার চেয়ে অবশ্য ব্রাজিল অনেক এগিয়ে। মুখোমুখি হওয়া ৮৩ ম্যাচের মধ্যে ৬৬ ম্যাচেই ব্রাজিলের জয়। এছাড়া আর্জেন্টিনা ৮টি ম্যাচে জিতেছে ও ড্র হয়েছে ৯টি ম্যাচ।

ফুটসালে আর্জেন্টিনা নিজেদের একমাত্র শিরোপা জেতে ২০১৬ সালে। ২০২১ সালের ফুটসাল বিশ্বকাপের ফাইনালও খেলেছে আর্জেন্টিনা। এবার দলটির টানা তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও সবশেষ ২০১২ সালে তারা খেলেছে এই টুর্নামেন্টের ফাইনাল। সেবার স্পেনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নও হয় ব্রাজিল।