মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

বানিয়াচংয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি, হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমের এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ১২ নং ইউপি চেয়ারম্যান মোঃ ছাদিকুর রহমান প্রমূখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক।

অনুষ্ঠানে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি করে সুপার হাইব্রীড (এফ-১) ধানের বীজ বিতরণ করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.