রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে গণহত্যা দিবস পালিত

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি মো. আবুল কাশেম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আঙ্গুর মিয়া, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, সহকারি শিক্ষা অফিসার মো. হাসান আল মামুন, উত্তম কুমার দাস, হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা বুরহান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মলয় কুমার দাস, সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম প্রধান, ডা. নাসিম ভূঁইয়া, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, উপ-প্রসাশনিক কর্মকর্তা মো. মহিবুর রহমান, চেয়ারম্যান মো. ছাদিকুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.