ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে টাইগারদের যে পরামর্শ দিয়েছেন গঙ্গা-বিশপ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বোলিং আক্রমণ সম্ভাবনাময় হলেও ব্যাটিংয়ে উন্নতির অনেক জায়গা দেখছেন সাবেক দুই ক্যারিবিয়ান ক্রিকেটার ইয়ান বিশপ ও ড্যারেন গঙ্গা। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করতে নাজমুল শান্তদের দেশের বাইরের কন্ডিশনে খেলার পরামর্শ দিয়েছেন বিশপ। অন্যদিকে ড্যারেন গঙ্গা গুরুত্ব দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে।

আফগানিস্তানের বিপক্ষে হতাশার পরাজয়ে শেষ হয়েছে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ মিশন। পুরো আসরে বোলাররা সম্ভাবনা তৈরি করলেও সেটা ঢাকা পড়ে গেছে ব্যাটারদের ব্যর্থতায়। টপ অর্ডার রান পেলে বিশ্বকাপে গল্পটা হয়তো ভিন্ন হতে পারতো।

ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা বলছেন, স্কিলে নয়, মানসিকতায় সমস্যা ক্রিকেটারদের। টি-২০ ক্রিকেটের ব্যাটিংয়ের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি টাইগার ব্যাটাররা। পুরো বিশ্বকাপে বাংলাদেশ দলকে কাছে থেকে দেখে দলকে এই সমস্যা কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ ও ড্যারেন গঙ্গা।

ইয়ান বিশপ বলেন, ‘উইকেটে কিছু না থাকলে, সেটা সবার জন্যই চ্যালেঞ্জিং। সে জন্য তারা ভিন্ন ভিন্ন কন্ডিশনের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। যেখানে স্লো বোলিং অপশন কাজে লাগে, সেখানে ব্যাটারদের সুযোগ বেশি থাকে। বাংলাদেশের বোলিং বিভাগ খুবই সম্ভাবনাময়। তবে ব্যাটারদের আরও ভালো করতে হবে।’

সমস্যা তুলে ধরার পাশাপাশি সেটা কাটিয়ে ওঠার সমাধানও দিয়েছেন বিশপ, ‘বাংলাদেশের ফাস্ট বোলিং সত্যিই দারুণ ছিল। ব্যাটারদের সেই গতিতে এগিয়ে যাওয়া দরকার ছিল। তারা ভাল করলে এই দলটাও ভাল করবে, বিশেষ করে বিদেশের মাটিতে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ একটা রিস্ট স্পিনার (রিশাদ হোসেন) খুঁজে পেয়েছে। যার মেধা ও স্কিল দারুণ। তানজিম সাকিবের মধ্যে লড়াকু মানসিকতা এবং ভালো দৃষ্টিভঙ্গি দেখেছি। সে ফুল প্যাকেজ। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও তাকে দেখেছি। স্কিড, সুইং ও পেস সবকিছুই তার আছে।’

বিশপের মতোই টাইগারদের বোলিং ইউনিটের প্রশংসা করেছেন গঙ্গাও। তিনি বলেন, ‘বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগের যে রূপান্তর দেখেছি, এটা যেমন চোখের প্রশান্তি, তেমনি অনুপ্রেরণাদায়ক।’

তবে ব্যাটিংয়ের সমস্যাটা চোখে পড়েছে এই তারকারও। ব্যাটারদের ভালো খেলার জন্য বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ক্রিকেট বোর্ডকেও রক্ষণশীলতা পরিহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

গঙ্গার মতে, ‘আপনাকে অন্য দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলতে হবে। এই কাঠামো খেলোয়াড়দের সুযোগ করে দিচ্ছে বলকে ইচ্ছেমতো মারার। খেলাটার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে নিজের উন্নতির। বাংলাদেশের শুধু মোস্তাফিজুর রহমানই আইপিএলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচগুলো খেলার অভিজ্ঞতা সঞ্চয় করছে। উপমহাদেশের বাইরের কন্ডিশনে খেলার চেষ্টা করতে হবে। খেলোয়াড়দের বিদেশি কন্ডিশনে খেলার সুযোগ করে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও এগিয়ে আসতে হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
৩৬ বার পড়া হয়েছে

ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে টাইগারদের যে পরামর্শ দিয়েছেন গঙ্গা-বিশপ

আপডেট সময় ০৯:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

বাংলাদেশের বোলিং আক্রমণ সম্ভাবনাময় হলেও ব্যাটিংয়ে উন্নতির অনেক জায়গা দেখছেন সাবেক দুই ক্যারিবিয়ান ক্রিকেটার ইয়ান বিশপ ও ড্যারেন গঙ্গা। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করতে নাজমুল শান্তদের দেশের বাইরের কন্ডিশনে খেলার পরামর্শ দিয়েছেন বিশপ। অন্যদিকে ড্যারেন গঙ্গা গুরুত্ব দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে।

আফগানিস্তানের বিপক্ষে হতাশার পরাজয়ে শেষ হয়েছে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ মিশন। পুরো আসরে বোলাররা সম্ভাবনা তৈরি করলেও সেটা ঢাকা পড়ে গেছে ব্যাটারদের ব্যর্থতায়। টপ অর্ডার রান পেলে বিশ্বকাপে গল্পটা হয়তো ভিন্ন হতে পারতো।

ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা বলছেন, স্কিলে নয়, মানসিকতায় সমস্যা ক্রিকেটারদের। টি-২০ ক্রিকেটের ব্যাটিংয়ের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি টাইগার ব্যাটাররা। পুরো বিশ্বকাপে বাংলাদেশ দলকে কাছে থেকে দেখে দলকে এই সমস্যা কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ ও ড্যারেন গঙ্গা।

ইয়ান বিশপ বলেন, ‘উইকেটে কিছু না থাকলে, সেটা সবার জন্যই চ্যালেঞ্জিং। সে জন্য তারা ভিন্ন ভিন্ন কন্ডিশনের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। যেখানে স্লো বোলিং অপশন কাজে লাগে, সেখানে ব্যাটারদের সুযোগ বেশি থাকে। বাংলাদেশের বোলিং বিভাগ খুবই সম্ভাবনাময়। তবে ব্যাটারদের আরও ভালো করতে হবে।’

সমস্যা তুলে ধরার পাশাপাশি সেটা কাটিয়ে ওঠার সমাধানও দিয়েছেন বিশপ, ‘বাংলাদেশের ফাস্ট বোলিং সত্যিই দারুণ ছিল। ব্যাটারদের সেই গতিতে এগিয়ে যাওয়া দরকার ছিল। তারা ভাল করলে এই দলটাও ভাল করবে, বিশেষ করে বিদেশের মাটিতে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ একটা রিস্ট স্পিনার (রিশাদ হোসেন) খুঁজে পেয়েছে। যার মেধা ও স্কিল দারুণ। তানজিম সাকিবের মধ্যে লড়াকু মানসিকতা এবং ভালো দৃষ্টিভঙ্গি দেখেছি। সে ফুল প্যাকেজ। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও তাকে দেখেছি। স্কিড, সুইং ও পেস সবকিছুই তার আছে।’

বিশপের মতোই টাইগারদের বোলিং ইউনিটের প্রশংসা করেছেন গঙ্গাও। তিনি বলেন, ‘বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগের যে রূপান্তর দেখেছি, এটা যেমন চোখের প্রশান্তি, তেমনি অনুপ্রেরণাদায়ক।’

তবে ব্যাটিংয়ের সমস্যাটা চোখে পড়েছে এই তারকারও। ব্যাটারদের ভালো খেলার জন্য বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ক্রিকেট বোর্ডকেও রক্ষণশীলতা পরিহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

গঙ্গার মতে, ‘আপনাকে অন্য দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলতে হবে। এই কাঠামো খেলোয়াড়দের সুযোগ করে দিচ্ছে বলকে ইচ্ছেমতো মারার। খেলাটার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে নিজের উন্নতির। বাংলাদেশের শুধু মোস্তাফিজুর রহমানই আইপিএলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচগুলো খেলার অভিজ্ঞতা সঞ্চয় করছে। উপমহাদেশের বাইরের কন্ডিশনে খেলার চেষ্টা করতে হবে। খেলোয়াড়দের বিদেশি কন্ডিশনে খেলার সুযোগ করে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও এগিয়ে আসতে হবে।’