শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

মাধবপুরে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে দুই জনকে জরিমানা

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে ও ২ নং চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের জহিরুল ইসলাম এর পুত্র নজরুল ইসলাম ও চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের কামাল উদ্দিন এর পুত্র ফরাস উদ্দিনকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুব।

এসময় মাধবপুর থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

সহকারী কমিশনার ভূমি মো রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.