শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

মাধবপুরে মাজারে যাওয়ার কথা বলে টমটম ছিনতাই। স্বামী স্ত্রীসহ কারাগারে ৩

আলমগীর কবির,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি । হবিগঞ্জের মাধবপুরে মাজারে যাওয়ার কথা বলে টমটম ছিনতাই কালে স্বামী স্ত্রীসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মাধবপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে। তারা হল হবিগঞ্জ সদর থানার হরিপুর গ্রামের গফুর মিয়ার ছেলে মনির (৩২), তার স্ত্রী তানিয়া (১৯), একই থানার যশোর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে সাইফুল (১৯)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বুধবার বিকেলে গ্রেফতার তিন ব্যাক্তি শাহজিবাজার ফতেগাজী (রঃ) মাজারে যাওয়ার কথা বলে মাধবপুর উপজেলার বাহুবল ফদ্রখলা গ্রামের বকুল মিয়া নামে এক টমটম চালককে ভাড়া নেয়। পথিমধ্যে টমটম চালককে নেশা জাতীয় প্রানীয় পান করিয়ে চালককে অজ্ঞান করে টমটমকে ছিনিয়ে নেওয়ার সময় জনতার সহায়তার মাজার এলাকা থেকে তাদের টমটম সহ গ্রেফতার করা হয়। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.