শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

মাধবপুরে ২৮ কোটি মূল্যের কষ্টিপাথর উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুরের গোয়াল ঘর থেকে ২৭ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে মাধবপুর পুলিশ। যার বাজার মূল্য ২৮ কোটি টাকা।

রোববার (১৩ মার্চ) গভীর রাতে উপজেলার উত্তর সুরমা গ্রামের অরুণ সরকারের বাড়ির গোয়ালঘর থেকে পাথরটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক অরুণ সরকারকে (৫৫) আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের অনুকূল সরকারের ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, কয়েক বছর আগে অরুণের পাকাঘর নির্মাণের সময় কষ্টিপাথরটি পাওয়া যায়। এরপর তিনি গোপন স্থানে পাথরটি লুকিয়ে রাখেন। সম্প্রতি তিনি পাথরটি বিক্রির চেষ্টা করেন। কিন্তু মনমত দাম না হওয়ায় বিক্রি করেননি। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে কষ্টিপাথর উদ্ধার করে। উদ্ধার হওয়া এ কষ্টিপাথরের ওজন ২৭ কেজি ৯০০ গ্রাম। এ ঘটনায় বাড়ির মালিক অরুণ সরকারকে (৫৫) আটক করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.