শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২২ অপরাহ্ন

যদি তা হতো কোনো একদিন! “

        ৷। গোলাম কবির ।।
  কেউ যদি বলতো, আমি তোমাকে ফিরিয়ে
  দেবো তোমার কিশোরবেলার হারিয়ে
  যাওয়া দিনগুলো, ফিরিয়ে দেবো
  নারিকেলের পাতায় বানানো বাঁশির সুরের
  কারুকাজে মুগ্ধ পুকুর পাড়ের
  ক্লান্ত দুপুর বেলা, যদি কেউ বলতো
  শুধু একবার, তোমাকে আমি
  নিয়ে যাবো রাঙামাটির সেই
  বনরূপা ফরেস্ট কলোনির পাশে!
  যেখানে সেই মায়াবীনি নদী কর্ণফুলীতে
  বৃষ্টিমুখর দুপুরবেলায় সাঁতার কেটে
  দাপাদাপি করার মুহূর্তগুলোতে কিংবা
 শায়েস্তাগঞ্জের প্রিয় নদী খোয়াইয়ের ধারে,
  কিংবা শায়েস্তাগঞ্জে বাসার পাশে পুরনো
  জমিদারবাড়ির ভগ্ন দেয়ালের দীর্ঘশ্বাসের
  শব্দ পেয়ে চমকে ওঠা বাদুড় ও
  চামচিকাদের দের সাথে আমারও চমকে
  উঠে হৃদকম্পমান বুকে থুতুসহ ফু দেয়া
 এবং আশেপাশে ডাহুকের ডাকাডাকি শুনে
 অকারণেই মন খারাপের দিন গুলো
 আবার কেউ ফিরিয়ে দিতো!
 যদি তুমি বলতে শুধু একবার,
 চলো ঘুরে আসি আবার সেখানে!
 যেখানে চোখে চোখ রেখে হৃদয়
 হারিয়েছিলে, সেই অনুভুতি আবার
 ফিরিয়ে এনে দিলাম! যদিও
 সময় বদলেছে অনেক, তখনকার
 সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে হয়েছে
 মনেহয় সতেরো টুকরা!
 যদি স্বয়ং সৃষ্টিকর্তা  বলতেন হেসে, আহা!
 এতোই তোমার ফিরে পাবার ইচ্ছে
 কিশোরবেলা! ঠিক আছে, যাও!
 ফিরিয়ে দিলাম তোমার সেই দিনগুলো!
 যদিও তা কোনোদিনই সম্ভব নয়,
 তারপরও যদি তা হতো কোনো একদিন!
 যদি তা হতো কোনো একদিন!
 যদি তা হতো কোনো একদিন!

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.