শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার বৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কারণে কমে এসেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বৃষ্টির কারণ পশ্চিমা লঘুচাপ। আর এর প্রভাবে আজ বুধবারও (২০ মার্চ) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে আকাশের মেঘলা ভাব কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৩০ মিলিমিটার। এছাড়া টাঙ্গাইলে ১৭, ডিমলায় ১৪, সিরাজগঞ্জে ১২ ও রাজশাহীতে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বুধবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। আবার ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুরসহ দক্ষিণের বিভিন্ন এলাকায় রোদ দেখা গেছে। দেশের আরও কিছু স্থানেও রোদের দেখা মিলতে পারে।

এ বৃষ্টি আগামীকালের মধ্যে অনেকটাই কমে যেতে পারে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে। তবে তা হবে সাময়িক। এরপর আবার গরম বাড়বে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.