রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

খবরের শিরোনাম:
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ তীব্র গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখার উপায় কলকাতার ২৬১ রান তাড়া করে জিতল পাঞ্জাব বাংলাদেশ বিপক্ষে খেলার জন্য আইপিএল ছাড়লেন রাজা তাপমাত্রা নিয়ে আরও বড় দুঃসংবাদ শায়েস্তাগঞ্জ থানায় এ যেন অন্য রকম দৃশ্য, মুগ্ধ হচ্ছেন আগতরা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

রমজানকে সামনে রেখে বাজারে বাড়ছে দ্রব্যমূল্যের দাম

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধ : আর কয়েক দিন পরই শুরু হবে রমজান। এরই মধ্যে বেড়ে চলছে মাছ-মাংস ও সব ধরনের সবজির দাম। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে নিম্নবিত্তের মানুষরা। তারা বলছেন, এইভাবে দাম বাড়তে থাকলে শাক-সবজি খেয়েও রোজা রাখা দায় হয়ে পড়বে।

মৌলভীবাজারের বিভিন্ন মাছের বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া মাছের কেজি ১৫০ টাকা, পাঙাসের কেজি ১৮০  টাকা, টেংরার কেজি ৩৬০ টাকা, ছোট রুই  ৩০০টাকা, ইলিশের কেজি ১২০০ টাকা, শিং মাছ ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আইড় মাছ ৩০০  টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বর্তমানে মৌলভীবাজারের খুচরা বাজারগুলোতে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। অথচ সপ্তাহখানেক আগেও এই মুরগি পাওয়া গেছে  ১৬০ টাকায়। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। বেড়েছে ডিমের দামও। যদিও বাজার ভেদে দেখা গেছে দামের ভিন্নতা। বড় বাজার গুলোতে ৪৫ টাকা আর এলাকা বা মহল্লার দোকানগুলোতে  ৫০ টাকা হালিও ডিম বিক্রি হচ্ছে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে  ৭৫০থেকে ৮৫০ টাকায় কেজিতে।

জাহিদ নামের এক ক্রেতা বলেন, যেভাবে দাম বাড়ছে রমজানে ব্রয়লার মুরগি দাম ২৬০-২৭০ টাকা হয়ে যাবে। ফলে, আমাদের মতো নিম্নের আয়ের মানুষের জীবন বাঁচানো কষ্ট হয়ে যাবে। ছেলে-মেয়েদের মাছ-মাংস খাওয়ানো যাবে না। সবজি দিয়ে ভাত দিতে পারবো কি না জানি না।

তিনি আরও বলেন, সরকারের কাছে আমাদের অনুরোধ কমপক্ষে রমজানে বাজার যেন কঠোরভাবে মনিটরিং করে।

শুধু মাছ-মাংস নয়, পাল্লা দিয়ে বেড়ে চলছে সবজির দামও। গত সপ্তাহে তুলনায় প্রতিটি সবজিতে প্রকারভেদে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আর বিক্রেতারা বলছেন, শীত শেষ এখন দিনদিন সবজির সরবরাহ কমছে। তাই দাম একটু তো বাড়বেই। বাজারের চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম।

মৌলভীবাজারের পশ্চিম বাজার ঘুরে দেখা গেছে, তৈল ১৮০ টাকা, চিনি ১৪০ টাকা, পিয়াজ বিক্রি হচ্ছে  ৯০ টাকায়, আলু  ৬০ টাকা, কাঁচা মরিচ ১০০  টাকা, লাউ প্রতিটি ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, গোল বেগুন ৭০ টাকা, ফুলকপি প্রতিটি ৭০ টাকা,টমেটো  ৮০ টাকা, পাতা কপি  ৫০ টাকা, সিম প্রকারভেদ থেকে ৬০ টাকা, ঢেড়স ৭০  টাকা, করলা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা রফিক মিয়া বলেন, আমাদের বাড়তি দামে কিনতে হয়। তাহলে বলেন, কম দামে কীভাবে বিক্রি করবো?

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.