বুধবার, ০১ মে ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
ধ্বংসস্তূপের নিচে পচছে ১০ হাজার মরদেহ, ছড়াচ্ছে রোগ-বালাই ফিলিস্তি’নিদের সমর্থনে মালয়েশিয়ায় কেএফসি বয়কট, শতাধিক আউটলেট বন্ধ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের ঢাকা প্রিমিয়ার লিগে আবারও চ্যাম্পিয়ন আবাহনী শায়েস্তাগঞ্জ আইন-শৃঙ্খলা সভায় নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড নবীগঞ্জ বিধ্বস্ত শত শত বাড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনা ও মতবিনিময় সভাঃ ৩৫ বছরের ইতিহাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন বানিয়াচংয়ের সাগরদীঘিকে দখলমুক্ত করতে আবেদন

সিলেটের ১৫ আসনে আওয়ামী লীগের এমপি হতে চান ২৫ চেয়ারম্যান!

সিলেট প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনে নৌকা প্রতীক নিয়ে এমপি হতে চান আওয়ামী লীগের ১৭২ নেতা। এরমধ্যে ১৫টি আসনে বর্তমান এমপি, বিভিন্ন পর্যায়ের নেতা ও প্রবাসীর মতো দলীয় মনোনয়ন চেয়েছেন স্থানীয় সরকারের অন্তত ২৭ জনপ্রতিনিধি। তাদের মধ্যে তিনজন রয়েছেন বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক প্রশাসক আছেন ২২জন। আর সাবেক ও বর্তমান পৌরমেয়র রয়েছেন দুইজন।

নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে যেসব ইউপি চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাঁরা হলেন সিলেট-৪ আসনে পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, সুনামগঞ্জ-১ আসনে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা ও হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাদ মিয়া, হবিগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন গত ইউপি নির্বাচনে জামানত হারানো আবুল হাসেম মোল্লা মাসুম। সিলেট জেলায় জনপ্রতিনিধিদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট-২ আসনে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, সিলেট-৬ আসনে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম ও গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু।

সুনামগঞ্জ-১ আসনে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ-২ আসনে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান, আইজিপির ভাই আল আমিন চৌধুরী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, সুনামগঞ্জ-৪ আসনে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও তার ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।

মৌলভীবাজার-১ আসনে বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মৌলভীবাজার-২ আসনে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি আহমদ সলমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন দলীয় মনোনয়ন চেয়েছেন।

হবিগঞ্জ-১ আসনে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান ও হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম।

 

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.