সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

হবিগঞ্জের ৪টি আসনে প্রার্থী চূড়ান্ত ২টি আসনে নৌকার নতুন মুখ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৪টি আসনের দু’টিতেই নতুন মুখ এসেছেন। এর মাঝে একজন তরুণ প্রার্থী পেয়েছেন নৌকা প্রতীক। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রার্থীদের ছড়াছড়িতে সব জল্পনা কল্পনা উতড়িয়ে নতুন এ দুই মনোনয়ন প্রত্যাশী চূড়ান্তভাবে নিজেদের জায়গা করে নিয়েছেন। তারা হচ্ছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরী ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বয়সে সবচেয়ে তরুণ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
অপর দু’টি হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বর্তমান এমপি ও বেসামরি বিমান পরিবহন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী। রোববার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হবিগঞ্জের চূড়ান্ত প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। তিনি বলেন, দু’টি আসনে এবার প্রার্থী পরিবর্তন করা হয়েছে। তবে প্রার্থী যেই হোক আমরা সকলেই নৌকার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ। এবারও জেলার ৪টি আসনেই আমরা প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিতে পারব ইনশাআল্লাহ্।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.