ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পর্যটনের অপার সম্ভাবনাময় সুবর্ণভূমি পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে Logo হবিগঞ্জের সাতছড়ি গাছ চুরির অভিযোগে বন বিভাগের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা Logo নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু Logo শায়েস্তাগঞ্জে ৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ সুতাং নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব চলছে Logo নেচে-গেয়ে সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরল চা শ্রমিকেরা Logo মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা Logo মাধবপুরে ‘নিশান’র নির্বাহী পরিচালকসহ গ্রেফতার ২ Logo হবিগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকট চরমে Logo শায়েস্তাগঞ্জে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেনকে সংবর্ধনা

বিচার বহির্ভূত হত্যাকান্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে- নাহিদ ইসলাম

হবিগঞ্জ প্রতিনিধি ॥

হবিগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেল ৬টায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এই সমাবেশ হয়। সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তিনি বলেন- আমরা মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম শুরু করেছি তা এখনও শেষ হয়নি। তিনি বলেন আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম তা এখনও পাইনি। তাই আমাদের এই লড়াই চলমান থাকবে। নাহিদ বলেন- আমাদেরকে জনগণের জন্য তাদের পাশে দাড়াতে হবে। এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে।
নাহিদ ইসলাম বলেন- আমরা চাই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। কোন বিচার বর্হিভূত হত্যাকান্ড এই দেশে সংগঠতি হবে না। একইভাবে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাড়াতে হবে। নাহিদ বলেন- হবিগঞ্জের স্বাস্থ্যখাত সম্পর্কে আমরা জানি। সামান্য কিছু হলেই এই জেলার মানুষকে ঢাকা কিংবা সিলেটে দৌড়াতে হয়। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে যে চিকিৎসাখাতে সকল অব্যবস্থাপনা দূর করে সিন্ডিকেট ভেঙে দিয়ে সমঅধিকার থাকবে। তিনি বলেন- আমাদের সীমান্তে যে হত্যাকান্ড সংগঠিত হচ্ছে এবং পুশইন করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে গাড়ি বহর নিয়ে হবিগঞ্জ শহরের সার্কিট হাউজে এসে অবস্থান নেন এনসিপির নেতৃনবৃন্দ। সেখানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় করেন তারা। পরে সার্কিট হাউজ থেকে বিকেল সাড়ে ৫টায় পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা গিয়ে সামাবেশের মাধ্যমে শেষ হয় সাইফুর রহমান টাউন হলে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
৩০ বার পড়া হয়েছে

বিচার বহির্ভূত হত্যাকান্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে- নাহিদ ইসলাম

আপডেট সময় ০৮:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

হবিগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেল ৬টায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এই সমাবেশ হয়। সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তিনি বলেন- আমরা মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম শুরু করেছি তা এখনও শেষ হয়নি। তিনি বলেন আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম তা এখনও পাইনি। তাই আমাদের এই লড়াই চলমান থাকবে। নাহিদ বলেন- আমাদেরকে জনগণের জন্য তাদের পাশে দাড়াতে হবে। এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে।
নাহিদ ইসলাম বলেন- আমরা চাই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। কোন বিচার বর্হিভূত হত্যাকান্ড এই দেশে সংগঠতি হবে না। একইভাবে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাড়াতে হবে। নাহিদ বলেন- হবিগঞ্জের স্বাস্থ্যখাত সম্পর্কে আমরা জানি। সামান্য কিছু হলেই এই জেলার মানুষকে ঢাকা কিংবা সিলেটে দৌড়াতে হয়। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে যে চিকিৎসাখাতে সকল অব্যবস্থাপনা দূর করে সিন্ডিকেট ভেঙে দিয়ে সমঅধিকার থাকবে। তিনি বলেন- আমাদের সীমান্তে যে হত্যাকান্ড সংগঠিত হচ্ছে এবং পুশইন করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে গাড়ি বহর নিয়ে হবিগঞ্জ শহরের সার্কিট হাউজে এসে অবস্থান নেন এনসিপির নেতৃনবৃন্দ। সেখানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় করেন তারা। পরে সার্কিট হাউজ থেকে বিকেল সাড়ে ৫টায় পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা গিয়ে সামাবেশের মাধ্যমে শেষ হয় সাইফুর রহমান টাউন হলে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।