ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥

হবিগঞ্জে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপভ্যানের পৃথক সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন ১০জন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মা-ছেলে হলেন- জেলার বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় মহল্লার শামীমা আক্তার (৩৫) ও তার ছেলে তৌকি আহমেদ (৪)।
দুপুরে নবীগঞ্জের দিনারপুর কলেজ এলাকায় সিলেটগামী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এর আগে সকালে বাহুবলের হাফিজপুর এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ফুরকান মিয়া (খুলনা) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন সকালে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় চক্রবর্তী জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতাল ও মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের কাজ চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
১ বার পড়া হয়েছে

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত

আপডেট সময় ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপভ্যানের পৃথক সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন ১০জন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মা-ছেলে হলেন- জেলার বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় মহল্লার শামীমা আক্তার (৩৫) ও তার ছেলে তৌকি আহমেদ (৪)।
দুপুরে নবীগঞ্জের দিনারপুর কলেজ এলাকায় সিলেটগামী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এর আগে সকালে বাহুবলের হাফিজপুর এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ফুরকান মিয়া (খুলনা) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন সকালে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় চক্রবর্তী জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতাল ও মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের কাজ চলছে।