ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পর্যটনের অপার সম্ভাবনাময় সুবর্ণভূমি পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে Logo হবিগঞ্জের সাতছড়ি গাছ চুরির অভিযোগে বন বিভাগের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা Logo নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু Logo শায়েস্তাগঞ্জে ৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ সুতাং নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব চলছে Logo নেচে-গেয়ে সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরল চা শ্রমিকেরা Logo মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা Logo মাধবপুরে ‘নিশান’র নির্বাহী পরিচালকসহ গ্রেফতার ২ Logo হবিগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকট চরমে Logo শায়েস্তাগঞ্জে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেনকে সংবর্ধনা

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা–চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বাকশিমূল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, বুড়িচংয়ের বাকশিমূল এলাকার আসমত আলীর ছেলে রফিজ মিয়া, একই এলাকার আবদুল মালেকের স্ত্রী লুৎফা বেগম, একই এলাকার শাহ তৈয়ব আলী, আলী আশ্রাফের স্ত্রী সফরজান বেগম ও মনির হোসেনের স্ত্রী শামু বেগম ও আরো একজন অজ্ঞাতনামা রয়েছেন। এদিকে, গুরুতর আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুড়িচং থেকে কালিকাপুর যাওয়ার পথে রেলক্রসিংয়ে সকালে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতি ট্রেন একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সায় থাকা চালকসহ ৬ জন নিহত হয়। এসময়, নিহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিলেন।

স্থানীয়রা আরো জানায়, রেলক্রসিংয়ের দুই পাশে গাছপালা থাকার কারণে ট্রেন দেখা যায় না এবং সেখানে কোনো রেলগেট বা সিগন্যাল ব্যবস্থা নেই। এসব কারণে যানবাহন সরাসরি রেললাইনের ওপর উঠে পড়ে। দুর্ঘটনাপ্রবণ এই জায়গায় দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়রা রেলক্রসিংয়ে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। নিহতদের দেহ ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১০৬ বার পড়া হয়েছে

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ আরোহী নিহত

আপডেট সময় ০৮:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

ঢাকা–চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বাকশিমূল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, বুড়িচংয়ের বাকশিমূল এলাকার আসমত আলীর ছেলে রফিজ মিয়া, একই এলাকার আবদুল মালেকের স্ত্রী লুৎফা বেগম, একই এলাকার শাহ তৈয়ব আলী, আলী আশ্রাফের স্ত্রী সফরজান বেগম ও মনির হোসেনের স্ত্রী শামু বেগম ও আরো একজন অজ্ঞাতনামা রয়েছেন। এদিকে, গুরুতর আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুড়িচং থেকে কালিকাপুর যাওয়ার পথে রেলক্রসিংয়ে সকালে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতি ট্রেন একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সায় থাকা চালকসহ ৬ জন নিহত হয়। এসময়, নিহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিলেন।

স্থানীয়রা আরো জানায়, রেলক্রসিংয়ের দুই পাশে গাছপালা থাকার কারণে ট্রেন দেখা যায় না এবং সেখানে কোনো রেলগেট বা সিগন্যাল ব্যবস্থা নেই। এসব কারণে যানবাহন সরাসরি রেললাইনের ওপর উঠে পড়ে। দুর্ঘটনাপ্রবণ এই জায়গায় দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়রা রেলক্রসিংয়ে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। নিহতদের দেহ ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।