ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই Logo নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ আহত কয়েক শতাধিক Logo জুলাই অভ্যুত্থানে নৃশংস হামলার আসামি ও দালাল সাংবাদিকদের বিরুদ্ধে মৌলভীবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo ৪দিনের উত্তেজনার পর নবীগঞ্জে কয়েক হাজার মানুষের সংঘর্ষে নিহত ১, আহত কয়েক শতাধিক Logo নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত Logo এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা সাকিব গ্রেপ্তার Logo শায়েস্তাগঞ্জ থানার সাবেক ওসি কামালের বিরুদ্ধে বিভাগীয় মামলা: সাংবাদিকসহ ২ জনের সাক্ষ্যগ্রহণ Logo হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত Logo শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

গল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। দিনের শুরুতে টপ-অর্ডারের ব্যাটাররা হতাশ করলেও শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। প্রথম দিন শেষে ২৯২ রান সংগ্রহ করেছে নাজমুল শান্তরা

মঙ্গলবার (১৭ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে হতাশ করে বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৫০ রানের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামাল দিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম।

চতুর্থ ওভারে আসিথো ফার্নান্দোর শিকার হন ওপেনার এনামুল হক বিজয়। আউট হওয়ার আগে দলীয় খাতায় কোন রান যোগ করতে পারেননি এই ব্যাটার। এরপর মমিনুল হককে নিয়ে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার সাদমান ইসলাম।

যদিও সেই চেষ্টা বেশিক্ষণ টেকেনি। দলীয় ৩৯ রানের মাথায় অভিষিক্ত বোলার থারিন্দুর শিকার হন সাদমান। এর মাত্র ৮ বল পরেই সাজঘরে ফেরেন অভিজ্ঞ মমিনুল হকও। আউট হওয়ার আগে এই ব্যাটার দলীয় খাতায় যোগ করেন ২৯ রান।

প্রথম সেশনের বাকি সময়টুকু ভালোভাবেই কাটিয়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেও সাবলীলভাবে ব্যাট চালাতে থাকে এই দুই ব্যাটার।

এই দুই ব্যাটারের দৃঢ়তায় দিনের দ্বিতীয় সেশনও ভালোভাবে পার করে বাংলাদেশ। এসময় কোনো উইকেট না হরিয়ে ৯২ রান সংগ্রহ করেন তারা।

তৃতীয় সেশনেও ২২ গজে আধিপত্য দেখান মুশফিক-শান্ত জুটি। ১৮ মাস পর শান্ত আর ১০ মাস পর ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন মুশফিক।

দিনের বাকি সময়ও কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। এই দুইয়ের ২৪৭ রানের জুঁটিতে ৩ উইকেট হারিয়ে ২৯২ রানে দিন শেষ করে টাইগাররা। নাজমুল শান্ত ২৬০ বলে ১৩৬ এবং মুশফিকুর রহিম ১৮৬ বলে ১০৫ রানে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কার হয়ে দুইটি উইকেট নিয়েছেন অভিষিক্ত বোলার থারিন্দুর। বাকি উইকেট গেছে আসিথো ফার্নান্দোর ঝুলিতে।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে গলে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
১৫ বার পড়া হয়েছে

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

আপডেট সময় ০৮:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

গল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। দিনের শুরুতে টপ-অর্ডারের ব্যাটাররা হতাশ করলেও শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। প্রথম দিন শেষে ২৯২ রান সংগ্রহ করেছে নাজমুল শান্তরা

মঙ্গলবার (১৭ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে হতাশ করে বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৫০ রানের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামাল দিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম।

চতুর্থ ওভারে আসিথো ফার্নান্দোর শিকার হন ওপেনার এনামুল হক বিজয়। আউট হওয়ার আগে দলীয় খাতায় কোন রান যোগ করতে পারেননি এই ব্যাটার। এরপর মমিনুল হককে নিয়ে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার সাদমান ইসলাম।

যদিও সেই চেষ্টা বেশিক্ষণ টেকেনি। দলীয় ৩৯ রানের মাথায় অভিষিক্ত বোলার থারিন্দুর শিকার হন সাদমান। এর মাত্র ৮ বল পরেই সাজঘরে ফেরেন অভিজ্ঞ মমিনুল হকও। আউট হওয়ার আগে এই ব্যাটার দলীয় খাতায় যোগ করেন ২৯ রান।

প্রথম সেশনের বাকি সময়টুকু ভালোভাবেই কাটিয়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেও সাবলীলভাবে ব্যাট চালাতে থাকে এই দুই ব্যাটার।

এই দুই ব্যাটারের দৃঢ়তায় দিনের দ্বিতীয় সেশনও ভালোভাবে পার করে বাংলাদেশ। এসময় কোনো উইকেট না হরিয়ে ৯২ রান সংগ্রহ করেন তারা।

তৃতীয় সেশনেও ২২ গজে আধিপত্য দেখান মুশফিক-শান্ত জুটি। ১৮ মাস পর শান্ত আর ১০ মাস পর ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন মুশফিক।

দিনের বাকি সময়ও কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। এই দুইয়ের ২৪৭ রানের জুঁটিতে ৩ উইকেট হারিয়ে ২৯২ রানে দিন শেষ করে টাইগাররা। নাজমুল শান্ত ২৬০ বলে ১৩৬ এবং মুশফিকুর রহিম ১৮৬ বলে ১০৫ রানে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কার হয়ে দুইটি উইকেট নিয়েছেন অভিষিক্ত বোলার থারিন্দুর। বাকি উইকেট গেছে আসিথো ফার্নান্দোর ঝুলিতে।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে গলে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে।