রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

” আহা, মানুষ কোথায় দেখছো “

গোলাম কবির
আহা, মানুষ কোথায় দেখছো?
এখানে কেউ নেই!
এই বুকের মধ্যে এখন
গোপনে বাস করছে পরিত্যক্ত বধ্যভূমির
খাঁ খাঁ শূন্যতার মাঝে শকুন এবং
শেয়ালের আধিভৌতিক চিৎকার এবং
দোর্দণ্ড প্রতাপে আনাগোনা।
এখানে এখন কোনো ভালোবাসা নেই,
কুল কুল করে বয়ে চলা নদী নেই,
নেই কোনো চন্দ্রালোকিত রাত্রিতে
ভীষণ মোহনীয় বেঁচে থাকার আকুলতা!
শুধুই শোনা যায় থেকে থেকে বোমাবর্ষণের
আওয়াজে অসহায় ভয়ার্ত মানুষের
চিৎকার ও আহাজারি, শিশুদের না খেতে
পারার কষ্টের কান্না মিইয়ে এসে
একটা অদ্ভুত শব্দের উদ্বোধনে দখলদার
বাহিনীর সেনানায়কের অট্টহাসিতে
ফেটে পড়ায় মাতৃদুগ্ধ পানরত শিশুর
সজোরে কান্নার শব্দে আকাশের বুক চিরে
নামা প্রবল বর্ষণে সৃষ্ট অকাল বন্যা।
এতো কিছুর পরও এখানে কোনো
মানুষ নেই, আছে শুধুই লোকালয়ের ধ্বংসস্তুপের মাঝে কতোগুলো মানুষরূপী
পশুর দল সিরিয়ায়, ফিলিস্তিনে, ইয়েমেনে,
ইউক্রেন এবং পৃথিবীর যুদ্ধরত সমস্ত দেশে!

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.