শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,কবি সংসদ বাংলাদেশ আয়োজিত হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শায়েস্তাগঞ্জে ৩০ তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত উৎসবে সভাপতিত্ব করেন কবি সংসদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি  মোহাম্মদ জালাল উদ্দিন রুমি। কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক রেনুর পরিচালনায় উদ্বোধন করেন বঙ্গবন্ধু কবিতা উৎসবের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ডক্টর শহীদুল্লাহ আনসারী। এতে প্রধান আলোচক ছিলেন কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি ও কথা সাহিত্যিক আমির হোসেন, সিলেট বিভাগীয় সহ-সভাপতি কবি ও ছড়াকার পুলিন রায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল হোসেন, কন্ঠ শিল্পী আখি আলম, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কবি জাহানারা খাতুন, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাবান মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সমীর আলী আহমেদ, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ রাজু, মাধবপুর মাওলানা আসাদ আলী ডিগ্রী কলেজের অধ্যাপক নাসরিন হক, সাবেক প্রধান শিক্ষক মোতাহের হোসেন চৌধুরী, কবি অপু চৌধুরী, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমী এন্ড হাইস্কুল এর প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মোহাম্মদ জাবেদ, সৈয়দ শামসুল আরেফিন রাজিব, কবি ও অ্যাডভোকেট তাসলিমা খান, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ প্রমূখ। উৎসবের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী মাওলানা মাহবুবুর রহমান খান। উৎসবে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আবদুল আউয়াল আখঞ্জি, কবি বিশ্বজিৎ ভট্টাচার্য, কবি হাফেজ আইয়ুব আলি, কবি ও সাংবাদিক আলহাজ্ব মাওলানা কে এম শামসুল হক, কবি জাকিরুল ইসলাম চৌধুরী মুকুল, কবি বিথি কবির প্রমূখ। পরে ৩০ তম বঙ্গবন্ধু কবিতা উৎসবে হবিগঞ্জ জেলার ২৫ জন কবিকে বঙ্গবন্ধু কবিতা উৎসব সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দরা। ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসবে বঙ্গবন্ধু কবিতা পুরস্কার পেলেন ডক্টর শহীদুল্লাহ আনসারী।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.