রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

“কষ্ট”

মোঃ ইয়াসিন আহমেদ রাফি
—————————
কষ্ট আমার জীবন জুড়ে,
   সুখের প্রহর কোথায় থাকে?
দুঃখ আমায় ঘিরে রাখে,
  কান্নায় আমার জীবন সাজে,
হাঁপিয়ে যাচ্ছি বাড়ে বাড়ে,
    কখন জানি ভোর হবে।
মিটিমিটি তারা জ্বলে,
   মনে যেন আশা জাগে,
আমাকেও জ্বলতে হবে,
  আলোকিত হতে হবে।
থাকি যখন নিঃশব্দে,
      নিরবতা  জড়িয়ে ধরে।
আদর করে বলতে থাকে,
   বাবা তুই শুন তবে।
অন্ধকারেই আলো আসে,
দুঃখের পরেই সুখ হাসে,
   মানিয়ে নিলেই মুক্তি মিলে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.