মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:০০ অপরাহ্ন

খবরের শিরোনাম:
মাধবপুরে নারী উদ্যোক্তার বেডরুমে উড়ন্ত সাপ, অতঃপর… বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২ উপজেলা নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ: হবিগঞ্জের জেলা প্রশাসক মৌলভীবাজারে ১৫৩ রোহিঙ্গার অবৈধ জন্মনিবন্ধন, ইউপি চেয়ারম্যান বরখাস্ত মৌলভীবাজারে হিট স্টকে দিনমজুরের মৃত্যু জেলা সদর হাসপাতালে কর্মরতদের জনকল্যাণমুখী হওয়ার নির্দেশ-এমপি আবু জাহির ১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুলাউড়ায় ‘পুসাকের’ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স আ্যসোসিয়েশন অব কুলাউড়া’ (পুসাক) কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিউল আলম চৌধুরী নাদেল,মাননীয় সাংসদ মৌলভীবাজার-০২

আজ ১৩ এপ্রিল (শনিবার) দুপুর ১২ টায়, উপজেলা পৌরসভা মিলনায়তনের সেমিনার কক্ষে উক্ত অনুষ্টানটি আয়োজিত হয়, এই অনুষ্টানে কুলাউড়া উপজেলা থেকে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে   দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ৫১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়, এছাড়াও কুলাউড়া উপজেলা থেকে ৪২ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৪ জন গেজেটেড অফিসারকেও তুলে দেয়া হয় সম্মাননা স্মারক।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শফিউল আলম চোধুরী নাদেল, এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভা মেয়র জনাব অধ্যক্ষ শিপার উদ্দীন আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব ফাতেহা ফেরদৌস চোধুরী পপি ও আরো অনেকেই,  উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন পুসাকের সভাপতি জনাব মারজান আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন পুসাকের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তানভীর,অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পুসাকের সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জনাব শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, পুসাক তথা এই সংগঠনটির কাজ প্রশংসার দাবি রাখে এবং উপজেলায় এরকম একটি সংগঠন আসলেই প্রয়োজন যারা সমাজে শিক্ষা বিস্তার ও সমাজসেবী মূলক কাজে সবসময় অগ্রনী ভূমিকা রাখবে এবং তিনি পুসাকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনটির পাশে থাকার কথা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ শিপার উদ্দীন আহমদ বলেন, আমি পুসাকের কার্যক্রম দেখে অত্যন্ত খুশি হই,তারা শিক্ষাবিস্তারে খুব ভালো কাজ করছে, আমি সবসময় যেকোনো কাজে তাদের সাথে ছিলাম এবং পরবর্তীতেও তাদের এইরকম উদ্যোগে পাশে থাকব, এবং আমরা সবাই মিলে কাজ করলেই কেবল একটি সুন্দর সুখি সমাজ গড়া সম্ভব।

সর্বশেষ পুসাক সভাপতি মারজান আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটির সমাপ্তি হয়।।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.